সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 15, 2020 | 2:49 PM
কোভিড পরিস্থিতির জন্য এবার পুরস্কার দিচ্ছে না ব্যালন ডি অর (Ballon d ' Or)। তার বদলে বিশ্ব ফুটবলের ড্রিম টিম তৈরি করল তারা।
'ড্রিম টিম'-এ (Ballon d ' Or 'Dream Team') গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন, ব্ল্যাক স্পাইডার নামে পরিচিত লেভ ইয়াসিন।
'ড্রিম টিমের রক্ষণ সামলাবেন পাওলো মালদিনি, বেকেনবাওয়ার এবং কাফু।
ড্রিম টিমের মাঝমাঠে খেলবেন বিশ্ব ফুটবলের কিংবদন্তী পেলে, মারাদোনা, জাভি এবং লোথার ম্যাথিউস।
১৭০ দেশের সাংবাদিকদের ভোটে ড্রিম টিমের স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন, ব্রাজিলের রোনাল্ডো, মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।