প্রিমিয়ার লিগে আবার করোনার থাবা

Dec 15, 2020 | 5:15 PM

প্রিমিয়ার লিগে (Premier League) শেষ রাউন্ডের করোনা (COVID 19) পরীক্ষায় ৬ জনের রিপোর্ট পজিটিভ। 

প্রিমিয়ার লিগে আবার করোনার থাবা
সংগৃহীত

Follow Us

লন্ডন : কিছুদিন আগেই প্রিমিয়ার লিগে (Premier League) দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। একাধিক মাঠে হাজার দুয়েক দর্শক ঢোকার অনুমতি দেয় সরকার ও ইপিএল কর্তৃপক্ষ। সবাই ভাবছিলেন পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। কিন্তু এই সময়ই আবার ধাক্কা। প্রিমিয়ার লিগে শেষ রাউন্ডের করোনা (COVID 19) পরীক্ষায় ৬ জনের রিপোর্ট পজিটিভ।

আরও পড়ুন : বিরাটকে থামানোর ছক তৈরি অস্ট্রেলিয়ার

সোমবার লিগের পক্ষ থেকে জানানো হয়েছে,  প্রিমিয়ার লিগের ৬ জন করোনা আক্রান্ত। করোনা আক্রান্তরা প্রত্যেকেই ১০ দিনের জন্য আইসোলেশনে থাকবেন। ডিসেম্বরের ৭ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে বিভিন্ন ক্লাবের ফুটবলার থেকে কোচ সাপোর্ট স্টাফদের কোভিড পরীক্ষা হয়। আর তাতেই ৬ জনের রিপোর্ট পজিটিভ।

আরও পড়ুন : ফ্লাডলাইটে গোলাপি বল সামলানো কঠিন, বলছেন রাহানে

লিগের তরফ থেকে কিন্তু জানানো হয়নি কোন কোন ক্লাবের ফুটবলার বা স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ১৫ রাউন্ডের করোনা পরীক্ষায় মোট ১০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Next Article