প্রথম জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল, দলে ফিরছেন ফক্স!

sushovan mukherjee |

Dec 20, 2020 | 3:55 PM

আইএসএলের পয়েন্ট তালিকায় সবার নীচে লাল-হলুদ। আইএসএলে মাত্র ২ গোল করেছে এসসি ইস্টবেঙ্গল। দুটো গোলই মাঘোমার।

প্রথম জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল, দলে ফিরছেন ফক্স!
প্রথম জয়ের খোঁজে পিলকিংটনরা। ছবি-আইএসএল।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: সুপার সানডেতে আইএসএলে নয় আর এগারো নম্বরের লড়াই। ব্যাম্বোলিম স্টেডিয়ামে কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি লাল-হলুদ। দুটো দলই এখনও জয়ের মুখ দেখেনি। ৫ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৯ নম্বরে কেরালা। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়ে সবার নীচে ফাউলারের দল। উল্লেখযোগ্য বিষয় হল কেরালা আর এসসি ইস্টবেঙ্গল-২টো দলই ৫ ম্যাচে ১০ গোল হজম করেছে।

লাল-হলুদ শিবিরকে স্বস্তি দিয়ে সম্ভবত রবিবারই প্রথম একাদশে ফিরতে চলেছেন অধিনায়ক ড্যানি ফক্স। মুম্বই সিটি এফ সি ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছিলেন তিনি। অধিনায়ক ফক্সের অনুপস্থিতিতে লাল-হলুদ ডিফেন্সে লিডারের অভাব বারবার চোখে পড়েছে। অসি ডিফেন্ডার স্কট নেভিলও নজর কাড়তে পারেননি। তাই কেরালা ম্যাচে ফক্স খেললে অনেকটাই চিন্তামুক্ত হতে পারবেন ফাউলার। স্কটিশ ডিফেন্ডার প্রথম এগারোয় ফিরলে মাঝমাঠে চলে আসবেন শেহনাজ। রবিবার প্রথমবারের জন্য খেলতে পারেন বিকাশ জাইরুও। আপফ্রন্টে পিলকিংটন-মাঘোমা জুটির উপরই সম্ভবত ভরসা করবেন ফাউলার।

আরও পড়ুন:রহিম আলির গোলে দুরন্ত জয় চেন্নাইয়ান এফসির

স্ট্র্যাটেজি বদলে কেরালার বিরুদ্ধে অন্য ছকে দেখা যেতে পারে লাল-হলুদকে। আইএসএল শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ভিকুনার দলকে হারিয়েছিল লাল-হলুদ। সেই ফলাফলকে অবশ্য খুব একটা গুরুত্ব দিচ্ছেন না লাল-হলুদ কোচ। রবিবারের ম্যাচকে নতুন ম্যাচ হিসাবেই দেখছেন তিনি। একটা জয় গোটা দলকে বদলে দিতে পারে। কেরালাকে হারিয়ে কাঙ্খিত সেই জয় পেতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।

Next Article