আবার চোট, ক্রিসমাস উইকে নেই নেইমার

Dec 20, 2020 | 3:49 PM

আবার চোট নেইমারের। পরপর তিন বছর পায়ে গুরুতর চোট পেলেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার।

আবার চোট, ক্রিসমাস উইকে নেই নেইমার
সৌজন্যে-টুইটার

Follow Us

চলতি বছরে আর মাঠে নামা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের  (Neymar)। তাঁর ক্লাব প্যারিস সাঁ জাঁর (PSG) তরফ থেকে জানানো হয়েছে, দলের স্ট্রাইকার নেইমার আগামী বছরের জানুয়ারিতে মাঠে নামবেন।

পিএসজি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, “নেইমারের বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে। তাঁর চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে তিনি জানুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না।”

 

 

লিগ ওয়ানের ম্যাচে, ১৩ ডিসেম্বর লিওঁর বিরুদ্ধে খেলার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। তাঁকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তেও দেখা যায়। যদিও প্রথমে জানানো হয় তাঁর চোট তেমন গুরুতর নয়। কিন্তু দলের এক নম্বর তারকাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না প্যারিস সাঁ জাঁ। তাই সম্পূর্ণ চোটমুক্ত নেইমারকেই মাঠে নামাবে পিএসজি। এর আগের মরসুমেও নেইমারকে পায়ের চোটের জন্য ভুগতে হয়েছে।

আরও পড়ুন: এক আসনে সম্রাট ও যুবরাজ

আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচে পিএসজির প্রতিপক্ষ বার্সেলোনা। সমর্থকদের আশা সেই ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন নেইমার।

Next Article