ক্রিস্টাল প্যালেসকে ৭ গোলের লজ্জায় ফেলল লিভারপুল

Dec 20, 2020 | 5:50 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League ) বড় ব্যবধানে জয় গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলের (Liverpool)। অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে (Crystal Palace) ৭-০ উড়িয়ে দিল যুর্গেন ক্লপের দল। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন।

1 / 5
ম্যাচ শুরুর ৩ মিনিটে লিভারপুলকে (Liverpool) এগিয়ে দেন তাকুমি মিনামিনো।

ম্যাচ শুরুর ৩ মিনিটে লিভারপুলকে (Liverpool) এগিয়ে দেন তাকুমি মিনামিনো।

2 / 5
৩৫ মিনিটে লিভারপুলের দ্বিতীয় গোল সাদিয়ো মানের।

৩৫ মিনিটে লিভারপুলের দ্বিতীয় গোল সাদিয়ো মানের।

3 / 5
জোড়া গোল রবার্তো ফিরমিনোর।

জোড়া গোল রবার্তো ফিরমিনোর।

4 / 5
ম্যাচের দ্বিতীয়ার্ধে লিভারপুলের পঞ্চম গোল। গোলদাতা জর্ডান হেন্ডারসন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে লিভারপুলের পঞ্চম গোল। গোলদাতা জর্ডান হেন্ডারসন।

5 / 5
শেষ ১০ মিনিটে মিশরীয় ঝড়। ৮১ ও ৮৪ মিনিটে গোল মহম্মদ সালাহার। (ছবি-লিভারপুল টুইটার)

শেষ ১০ মিনিটে মিশরীয় ঝড়। ৮১ ও ৮৪ মিনিটে গোল মহম্মদ সালাহার। (ছবি-লিভারপুল টুইটার)

Next Photo Gallery