ISL 2021-22: লিগের লাস্ট বয় লাল-হলুদের প্রতিপক্ষ হেভিওয়েট মুম্বই

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 07, 2022 | 9:00 AM

চোটে জর্জরিত লাল-হলুদ ব্রিগেড মিনি হাসপাতাল। টমিস্লাভ মার্সেলা তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন। চোটের তালিকায় আছেন ফ্রাঞ্জো পর্চে। অ্যান্টোনিও পেরোসেভিচ নির্বাসিত। ড্যারেন সিডুল চোট কাটিয়ে সুস্থ হলেও ৯০ মিনিট খেলার মতো ফিট কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফলে ফিট বিদেশি বলতে চিমা আর দের্ভিসেভিচ। বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ৩০ মিনিট এক বিদেশিতেই খেলে রেনেডি সিংয়ের ছেলেরা। বেশ ভালো লড়াই চালান আদিল খান, হীরা মণ্ডলরা। মুম্বইয়ের হেভিওয়েট দলকে বেগ দিতে সেই দেশিয় ফুটবলাররাই ভরসা।

ISL 2021-22: লিগের লাস্ট বয় লাল-হলুদের প্রতিপক্ষ হেভিওয়েট মুম্বই
এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি। ছবি: টুইটার

Follow Us

ভাস্কো: ৯টা ম্যাচ গড়িয়ে গেলেও জয়ের দেখা পায়নি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। চলতি আইএসএলে আদৌ কি জয় পাবে লাল-হলুদ? শঙ্কা সমর্থকদের মনেই। আজ তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City FC)।

 

বেঙ্গালুরুর বিরুদ্ধে ভালো খেললেও একটা ভুলেই পয়েন্ট নষ্ট করতে হয় অরিন্দমদের (Arindam Bhattacharya)। ধারে ভারে মুম্বই দল অনেকটা এগিয়ে লাল-হলুদের চেয়ে। ইগর অ্যাঙ্গুলো, আহমেদ জাহু, মৌর্তাদা ফলদের মতো বিদেশিরা যেমন আছেন, তেমনই রাহুল ভেকে-বিপিন সিংদের দেশিয় ফুটবলাররাও বিপজ্জনক। গত ম্যাচে ওড়িশার কাছে ২-৪ হেরেছে দেজ বাকিহ্যামের ছেলেরা। যেন তেন প্রকারেন এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই সিটি এফসি।

 

চোটে জর্জরিত লাল-হলুদ ব্রিগেড মিনি হাসপাতাল। টমিস্লাভ মার্সেলা তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন। চোটের তালিকায় আছেন ফ্রাঞ্জো পর্চে। অ্যান্টোনিও পেরোসেভিচ নির্বাসিত। ড্যারেন সিডুল চোট কাটিয়ে সুস্থ হলেও ৯০ মিনিট খেলার মতো ফিট কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফলে ফিট বিদেশি বলতে চিমা আর দের্ভিসেভিচ। বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ৩০ মিনিট এক বিদেশিতেই খেলে রেনেডি সিংয়ের ছেলেরা। বেশ ভালো লড়াই চালান আদিল খান, হীরা মণ্ডলরা। মুম্বইয়ের হেভিওয়েট দলকে বেগ দিতে সেই দেশিয় ফুটবলাররাই ভরসা।

 

 

 

 

সহকারী কোচ রেনেডি সিং (Renedy Singh) বলেন, ‘মুম্বই অনেক কঠিন ম্যাচ। তবে কোনও কিছুই অসম্ভব নয়। মুম্বইয়ের ইগর অ্যাঙ্গুলো, আহমেদ জাহুদের মতো ফুটবলাররা থাকলেও গোটা দলই বিপজ্জনক। তবে আমরা যদি ভালো লড়াই চালাতে পারি, ওদের কাজটাও অনেক কঠিন হবে।’

 

এদিকে অ্যান্টোনিও পেরোসেভিচের (Antonio Perosevic) শাস্তি কমানোর জন্য আবেদন জানাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। ফেডারেশনকে প্রাথমিক ভাবে তা জানিয়েও দিয়েছে। নর্থ ইস্টের বিরুদ্ধে রেফারির সঙ্গে খারাপ আচরণের জন্য লাল কার্ড দেখার পাশাপাশি ৫ ম্যাচ নির্বাসিত হয়েছিলেন পেরোসেভিচ।

 

আরও পড়ুন: ATK Mohun Bagan: সবুজ-মেরুনে ফিরলেন সন্দেশ

Next Article