মারগাও: ভাস্কোর পর সালগাওকরকেও হারাল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। গতকালই প্রথম প্রস্তুতি ম্যাচে ভাস্কোকে ৩-১ গোলে হারায় লাল-হলুদ। আজ সালগাওকরকে (Salgaocar FC) ২-০ গোলে হারাল মানোলো দিয়াজের ছেলেরা।
মারগাওয়ের ডন বস্কো স্কুলের মাঠে মুখোমুখি হয় এসসি ইস্টবেঙ্গল-সালগাওকর। খেলার ৬ মিনিটেই এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন স্লোভেনিয়ার আমির দের্ভিসেভিচ (Amir Dervisevic)। দ্বিতীয়ার্ধে অপর গোল সৌরভ দাসের (Sourav Das)। ৬৫ মিনিটে সালগাওকরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সৌরভ। এ দিন অরিন্দম ভট্টাচার্যকে (Arindam Bhattacharya) তিন কাঠির নীচের খেলিয়ে পরখ করে নেন মানোলো দিয়াজ (Manolo Diaz)।
গতকাল খেলেছিলেন শঙ্কর রায় আর শুভম। গতকালের পর এদিনও হীরা মণ্ডলকে খেলান লাল-হলুদ কোচ। ৪-২-৩-১ ফর্মেশনে শুরুতে দল সাজান মানোলো দিয়াজ। গোলে অরিন্দম, দুই স্টপার টমিস্লাভ মার্সেলা আর জয়নার। লেফ্ট ব্যাকে হীরা মণ্ডল আর রাইট ব্যাকে আশীর আখতার। মাঝমাঠে আমির দের্ভিসেভিচ, মহম্মদ রফিক, আঙ্গুসানা আর বিকাশ জাইরু, জ্যাকিচাঁদ। সামনে অ্যান্টোনিও পেরোসেভিচ।
খেলার শুরুতেই ক্রোট স্ট্রাইকার পেরোসেভিচকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় এসসি ইস্টবেঙ্গল। গোল করতে ভুল করেননি দের্ভিসেভিচ। প্রথমার্ধে ব্যবধান বাড়াতেই পারত লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে জ্যাকিচাঁদের জায়গায় নাওরেমকে নামান স্প্যানিশ কোচ। ৬৫ মিনিটে দুরন্ত গোল করেন সৌরভ দাস। গতকাল গোল হজম করলেও এ দিন রক্ষণে দলকে নির্ভরতা দিলেন মার্সেলা।