CFL 2021: এক মাস পিছিয়ে গেল কলকাতা লিগের ফাইনাল

ফাইনাল এক মাস পিছিয়ে যাওয়ায় রেল কর্তা রাজীব দত্ত বলেন, 'কিছুটা অসুবিধে তো হবেই। পরের মাসেও ফুটবলারদের পেমেন্ট করতে হবে। কারণ, এই লিগের জন্যই ফুটবলারদের সই করাই আমরা। তবু বলব, সোমবার ফাইনাল হলে আমাদের অসুবিধেই হত। কারণ পুজোর দিনগুলোতে আমাদের ফুটবলাররা অনুশীলনে আসতে পারত না। ৩ দিন প্র্যাকটিস করে ফাইনাল খেলা যায় না। একদিকে ভালোই হয়েছে। ২২ নভেম্বর থেকে আইএফএ শিল্ড শুরু। ফলে ফুটবলার ধরে রাখতে কোনও অসুবিধে হবে না আমাদের।'

CFL 2021: এক মাস পিছিয়ে গেল কলকাতা লিগের ফাইনাল
মহমেডান বনাম রেলওয়ে এফসি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2021 | 5:35 PM

কলকাতা: এক মাস পিছিয়ে গেল কলকাতা লিগের (Calcutta Football League) ফাইনাল ম্যাচ। সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফাইনাল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা একমাস পিছিয়ে ১৮ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuvabharati Krirangan) অনুষ্ঠিত হবে। কোভিডবিধি মেনে ৫০ শতাংশ দর্শকের সামনেই অনুষ্ঠিত হবে কলকাতা লিগের মেগা ফাইনাল।

কলকাতা লিগের ফাইনালে মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং আর রেলওয়ে এফসি। ৬৩ বছর পর কোনও রেল দলের সামনে লিগ জয়ের হাতছানি। অন্য দিকে ৪১ বছর পর সাদা-কালোর সামনেও লিগ জয়ের সুবর্ণ সুযোগ। ১৯৮১ সালে শেষ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয় মহমেডান স্পোর্টিং। এর পর থেকে লিগের রং কখনও লাল-হলুদ, আবার কখনও সবুজ-মেরুন। ২০১৯ সালে লিগ চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেয় পিয়ারলেস। তিন প্রধানের বাইরে ১৯৫৮ সালে ইস্টার্ন রেলের একমাত্র কলকাতা লিগ জেতার নজির ছিল। সেই নজিরে ভাগ বসায় পিয়ারলেস। এ বার লিগ খেতাব মুঠোয় করার হাতছানি রেলওয়ে এফসির সামনে। ইস্টবেঙ্গল, মোহনবাগান না খেলায় এ বারের লিগে জৌলুস অনেকটাই কমে গিয়েছিল। তবুও ভবানীপুর, ইউনাইটেড স্পোর্টস, বিএসএসের মতো তথাকথিত দলগুলো চমকে দেয়। তবে সবাইকে অবাক করেই ফাইনালের টিকিট পেয়ে যায় রেলওয়ে এফসি। অন্য দিকে ভবানীপুরকে ৭ গোলের মালা পরিয়ে ফাইনালে উঠেছে মহমেডান।

ফাইনাল এক মাস পিছিয়ে যাওয়ায় রেল কর্তা রাজীব দত্ত বলেন, ‘কিছুটা অসুবিধে তো হবেই। পরের মাসেও ফুটবলারদের পেমেন্ট করতে হবে। কারণ, এই লিগের জন্যই ফুটবলারদের সই করাই আমরা। তবু বলব, সোমবার ফাইনাল হলে আমাদের অসুবিধেই হত। কারণ পুজোর দিনগুলোতে আমাদের ফুটবলাররা অনুশীলনে আসতে পারত না। ৩ দিন প্র্যাকটিস করে ফাইনাল খেলা যায় না। একদিকে ভালোই হয়েছে। ২২ নভেম্বর থেকে আইএফএ শিল্ড শুরু। ফলে ফুটবলার ধরে রাখতে কোনও অসুবিধে হবে না আমাদের।’

আইএফএ (IFA) সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘২৬ তারিখের আগে যুবভারতী পাওয়া সম্ভব ছিল না। উত্‍সবের মরসুমে ১৮ নভেম্বরের আগে পর্যাপ্ত পুলিশ পাওয়ার ক্ষেত্রেও সমস্যা ছিল। দুই ক্লাবের সঙ্গে কথা বলেই সূচি ঠিক করা হয়েছে।’

লিগের ফাইনাল পিছিয়ে যাওয়ায় আপাতত ১২ দিনের ছুটি মহমেডান শিবিরে। ২৯ তারিখ থেকে মাঠে নামবেন নিকোলা-ফৈয়াজরা।

আরও পড়ুন: Kapil Dev: রণবীর সিংয়ের চরিত্রে ২২ গজে কপিল দেব, দেখুন ভিডিও