FIFA World Cup 2022: বিশ্বকাপে ফের সাংবাদিকের মৃত্যু

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 12, 2022 | 5:47 PM

আমেরিকান ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াহলের মৃত্যুর ঠিক ৪৮ ঘন্টার মধ্যেই মৃত্যু হয় তাঁর। বিশ্বকাপ চলাকালীন এ ভাবে সাংবাদিকদের রহস্য মৃত্যুকে ঘিরে উঠছে প্রশ্ন।

FIFA World Cup 2022: বিশ্বকাপে ফের সাংবাদিকের মৃত্যু
বিশ্বকাপে ফের সাংবাদিকের মৃত্যু
Image Credit source: Twitter

Follow Us

দোহা: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) চলাকালীন প্রাণ গেল আর এক সাংবাদিকের। মৃত সাংবাদিকের নাম খালিদ আল-মিসালাম। কাতারের আল কাস টিভির চিত্র সাংবাদিক ছিলেন তিনি। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা (Argentina)-নেদারল্যান্ডস। ওই ম্যাচ চলাকালীনই মৃত্যুর কোলে ঢলে পড়েন আমেরিকান ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াহল (Grant Wahl)। তাঁর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে জট। এরই মাঝে আরও এক সাংবাদিকের মৃত্যুকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে কাতারে।

আমেরিকান ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াহলের পর ফের সাংবাদিকের মৃত্যু দেখল কাতার। মৃত সাংবাদিক খালিদ আল-মিসালাম, কাতারি সংবাদমাধ্যম আল কাস টিভির চিত্র সাংবাদিক ছিলেন। শনিবার কাতারেই মৃত্যু হয় তাঁর। তবে কী কারণে তাঁর মৃত্যু তা এখনও পর্যন্ত জানা যায়নি। রবিবার আল কাস টিভিই সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই খবর জনসমক্ষে আনে। আমেরিকান ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াহলের মৃত্যুর ঠিক ৪৮ ঘন্টার মধ্যেই মৃত্যু হয় তাঁর। বিশ্বকাপ চলাকালীন এ ভাবে সাংবাদিকদের রহস্য মৃত্যুকে ঘিরে উঠছে প্রশ্ন।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। ওই ম্যাচ চলাকালীনই প্রেস বক্সের মধ্যে অসুস্থ হয়ে পড়েন আমেরিকান ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াহল। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাকি হাসপাতালে পৌঁছনোর পর তাঁর মৃত্যু, তা এখনও জানা যায়নি। গ্রান্টের ভাই এরিক তাঁর ভাইয়ের মৃত্যুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তাঁর দাবি খুন করা হয়েছে গ্রান্টকে। কাতারে সমকামিতা নিষিদ্ধ সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র-ওয়েলেস ম্যাচে রেনবো শার্ট পরতে দেখা যায় তাঁকে। এরপরই গ্রান্টকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি এরিকের। এই পুরো বিষয়টি তাঁর ভাই এরিককে জানিয়েছিলেন গ্রান্ট। এরপরই হঠাৎ তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না এরিক। তাঁর আরও দাবি, সম্পূর্ণ সুস্থ ছিল গ্রান্ট। তাঁর অকাল মৃত্যুতে ফিফা তাঁর পরিবারকে সমবেদনা জানায় এবং লুসেইল স্টেডিয়ামে গ্রান্টের নির্ধারিত জায়গায় সাদা ফুল রেখে তাঁকে স্মরণ করে। তবে কাতার প্রশাসনের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article