সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 11, 2021 | 3:05 PM
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি দুই দল।
৫০ মিনিটে জুভেন্তাসের হয় প্রথম গোল দানিলোর।
৫৮ মিনিটে সাসুলোকে সমতায় ফেরালেন ডেফ্রেল।
৮২ মিনিটে জুভেন্তাসকে আবার এগিয়ে দেন অ্যারন রামসি।
ইনজুরি টাইমে রোনাল্ডোর গোল জুভের জয় নিশ্চিত করে।
চলতি মরসুমের লিগে ১৫ গোল করলেন সিআর সেভেন। (ছবি-জুভেন্তাস টুইটার)