AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KOR vs GHA FIFA World Cup Match Preview: ঘানার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার ভরসা মাস্ক-ম্যান

South Korea vs Ghana FIFA World Cup 2022: গ্রুপের অন্যতম ফেভারিট দল উরুগুয়ে। লুইস সুয়ায়েজ, এডিসন কাভানির মতো তারকাদের বিরুদ্ধে ড্র থেকেও অনেক আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে দক্ষিণ কোরিয়ার জন্য।

KOR vs GHA FIFA World Cup Match Preview: ঘানার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার ভরসা মাস্ক-ম্যান
Image Credit: twitter
| Edited By: | Updated on: Nov 28, 2022 | 8:00 AM
Share

দোহা: কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) দক্ষিণ কোরিয়া (South Korea) ও ঘানা (Ghana) দুই দলই এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে উরুগুয়ের মতো শক্তিশালী দলকে আটকে দিয়েছে দক্ষিণ কোরিয়া। তারকা সমৃদ্ধ উরুগুয়ের বিরুদ্ধে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া সন হিউং মিনদের আত্মবিশ্বাস বাড়াবে। অন্য দিকে, পর্তুগালের কাছে ৩-২ তে হেরে মাঠ ছাড়তে হয় ঘানাকে। পরবর্তী গ্রুপ ‘এইচ’ পর্বে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ কোরিয়া-ঘানা। কেমন হতে চলেছে লড়াই? দু-পক্ষের বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরল TV9 Bangla

নকআউটের দৌড়ে টিকে থাকতে দু-পক্ষের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচই ঠিক করে দেবে তাঁদের বিশ্বকাপের আগামী ভবিষ্যৎ। প্রথম ম্যাচ উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র হওয়ায় দক্ষিণ কোরিয়া দাঁড়িয়ে রয়েছে ১ পয়েন্টে। পরবর্তী ম্যাচে ঘানাকে হারাতে পারলে তাঁরা আরও ৩ পয়েন্ট পাবে। তাহলে হিসেব দাঁড়াবে ৪ পয়েন্ট। তাহলে দক্ষিণ কোরিয়ার নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা একটু হলেও বাড়বে। গ্রুপের অন্যতম ফেভারিট দল উরুগুয়ে। লুইস সুয়ায়েজ, এডিসন কাভানির মতো তারকাদের বিরুদ্ধে ড্র থেকেও অনেক আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে দক্ষিণ কোরিয়ার জন্য। দক্ষিণ কোরিয়ার সামনে এখন সুযোগ ঘানার বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো নক আউট পর্বের পথে এক পা দিয়ে রাখার।

অন্য দিকে প্রতিপক্ষ ঘানা কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত জয়তো দূরের কথা, গোলের খাতাই খুলতে পারেনি। দক্ষিণ কোরিয়ার কাছে হারলে নকআউটের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাবে ঘানা। দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং মিনের চোট ঘিরে চিন্তা বেড়েছিল তাদের শিবিরে। বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলে খেলার সময় বাঁ চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। তাঁর চোটকে ঘিরে চাপ বেড়েছিল এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার। মাস্ক পরেই অনুশীলন করছিলেন। প্রথম ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলেছেন। ঘানার বিরুদ্ধে তাঁর উপরি বিশেষ নজর থাকবে।