Manchester United: এক যুগ পর ম্যান ইউ ছাড়লেন ডি হিয়া

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 09, 2023 | 2:04 AM

David De Gea: গত মরসুমে এফএ কাপের ফাইনালে উঠেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে শেষ করেছে। সার্বিক ভাবে গত মরসুম খুবই ভালো কেটেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।

Manchester United: এক যুগ পর ম্যান ইউ ছাড়লেন ডি হিয়া
Image Credit source: twitter

Follow Us

ম্যাঞ্চেস্টার: এক যুগ পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়লেন স্প্যানিশ গোলকিপার ডেভিড ডি হিয়া। ক্লাবের ইতিহাসেই শুধু নয়, বিশ্ব ফুটবলেও অন্যতম সেরা গোলকিপার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এক নম্বর গোলকিপারও হয়ে উঠেছেন এই সময়ে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন ডি হিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবের জার্সিতে ৫৪৫টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১৯০ ম্যাচে ক্লিনশিট রেখেছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দুটোই রেকর্ড। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা ইউরোপা লিগ এবং দু-বার কারাবাও কাপ জিতেছেন। ব্যক্তিগত ভাবে প্রিমিয়ার লিগে দু-বার গোল্ডেন গ্লাভ জিতেছেন, সমর্থকদের বিচারে চার বার ক্লাবের বর্ষসেরা প্লেয়ারের পুরস্কার, চারবার বর্ষসেরা।

হিয়া প্রসঙ্গে ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ বলেন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে একটি ম্যাচ খেলার জন্যও দক্ষতা এবং দুর্দান্ত মানসিকতার প্রয়োজন পড়ে। ১২ বছরের বেশি সময়, ৫৪৫টি ম্যাচ বিশেষ সাফল্য। আলাদা করে বলতে হয়, গোলকিপিং পজিশনে এতগুলো ম্যাচ খেলা একেবারেই সাধারণ বিষয় নয়।’

ম্যান ইউ কোচ আরও যোগ করেন, ‘ব্যক্তিগত ভাবে আমি হিয়ার প্রতি আরও কৃতজ্ঞ। গত মরসুমে কোচ হিসেবে আমার প্রথম ছিল। ২৫ ম্যাচে ক্লিনশিট রেখে ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে হিয়া। ওর দুর্দান্ত কেরিয়ারের জন্য শুভেচ্ছা রইল।’

গত মরসুমে এফএ কাপের ফাইনালে উঠেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে শেষ করেছে। সার্বিক ভাবে গত মরসুম খুবই ভালো কেটেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।

Next Article