মেসিকে পেয়েও সুপার কাপ অধরা বার্সার
স্প্যানিশ সুপার কাপের (Spanish Super Cup) ফাইনালে রবিবার অ্যাথলেটিক বিলবাও (Athletic Bilbao) ৩-২ হারাল বার্সেলোনাকে (Barcelona)। নির্ধারিত সময়ে স্কোর ছিল ২-২। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়েই বার্সাকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নেয় বিলবাও। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ২০১৫ সালের পর ফের অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারল বার্সেলোনা।
Most Read Stories