AFC Cup: পকেটে ৪ হাজার টাকা নিয়েই কলকাতায় লঙ্কান ফুটবলাররা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 10, 2022 | 4:53 PM

পকেটে মাত্র ৪ হাজার টাকা নিয়েই ভারতে খেলতে এসেছেন শ্রীলঙ্কার ফুটবলাররা। আর্থিক সংকটের জেরে দলের প্রত্যেক সদস্যের জন্য ৪ হাজার টাকা বরাদ্দ করেছে ক্লাব। এই পরিস্থিতিতে অন্য কোনও দেশে শ্রীলঙ্কার মুদ্রা এক্সচেঞ্জ করলেই কমিশন গুনতে হচ্ছে।

AFC Cup: পকেটে ৪ হাজার টাকা নিয়েই কলকাতায় লঙ্কান ফুটবলাররা
ব্লু স্টার এসসি। ছবি: টুইটার

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

ব্যাপক মুদ্রাস্ফীতির জেরে দেশ জুড়ে আর্থিক সঙ্কট। তলানিতে ঠেকেছে দেশের অর্থভাণ্ডার, হু হু করে কমছে শ্রীলঙ্কার মুদ্রার দাম। কৃষিপণ্যের উৎপাদন থেকে রফতানি, ধস নেমেছে প্রতিটি ক্ষেত্রেই। দেশের ঘাড়ে রয়েছে বিপুল ঋণের বোঝা। দেশের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। জ্বালানি সংগ্রহ করতে ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। খাদ্য ভাণ্ডার ফুরিয়ে আসছে। যা বাকি পরে আছে, তা ৮ থেকে ১০ গুণ দামে বিকোচ্ছে। চাল, ওষুধ, গুড়ো দুধ কিনতে নাকাল সাধারণ মানুষ। চরম দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা শ্রীলঙ্কা। আর এই পরিস্থিতিতেই কলকাতায় এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে এএফসি কাপের (AFC Cup) প্রাক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে এসছে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এসসি। কলকাতায় আসতেও কম কাঠ খড় পোড়াতে হয়নি লঙ্কান ব্রিগেডকে। এমনকি এখানে এসেও সমস্যায় ব্লু স্টার এসসির কোচ-ফুটবলাররা।

 

রবিবার সকাল এগারোটা নাগাদ কলকাতা বিমানবদরে পা রাখে শ্রীলঙ্কার ব্লু স্টার এসসি। বিমানবন্দরেই প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করেন ফুটবলাররা। অধিকাংশের ব্যাগ পত্তর এখনও এসে পৌঁছয়নি। বিমানবন্দর ছেড়ে টিম বাসে ওঠার সময়ও ফুটবলারদের চেহারাতেও যেন আতঙ্ক। ব্যাগ পত্তর না আসায় আরও চাপে শ্রীলঙ্কার ক্লাব দল। অধিকাংশের বুট, জার্সি রয়েছে ওই ব্যাগেই। চেন্নাইতেই আটকে রয়েছে অধিকাংশ ফুটবলারের কিট ব্যাগ। মঙ্গলবার ম্যাচ। রবিবার সন্ধে বেলা অনুশীলন করতে নামবে ব্লু স্টার এসসি। লঙ্কান কোচ বান্দা সামারাকুন টিভি নাইন বাংলাকে টেলিফোনে বলেন, ‘প্রত্যেক ফুটবলারের জন্য শুধু একজোড়া বুট। আর্থিক সংকটের কারণে অতিরিক্ত জুতো নেই কারও। চেন্নাই বিমানবন্দরেই আমাদের প্র্যাকটিস কিট, ম্যাচ জার্সি আটকে আছে। বুট, জার্সি ছাড়াই আজ অনুশীলন করবে ফুটবলাররা। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আমরা অভিযোগ করেছি। কাল সকালের আগে ব্যাগ পাওয়ার কোনও সম্ভাবনা নেই।’

 

সমস্যা এখানেই শেষ নয়। পকেটে মাত্র ৪ হাজার টাকা নিয়েই ভারতে খেলতে এসেছেন শ্রীলঙ্কার ফুটবলাররা। আর্থিক সংকটের জেরে দলের প্রত্যেক সদস্যের জন্য ৪ হাজার টাকা বরাদ্দ করেছে ক্লাব। এই পরিস্থিতিতে অন্য কোনও দেশে শ্রীলঙ্কার মুদ্রা এক্সচেঞ্জ করলেই কমিশন গুনতে হচ্ছে। তাই সেখানকার স্থানীয় ব্যাঙ্ক থেকে শ্রীলঙ্কার মুদ্রা ডলার, পাউন্ডে এক্সচেঞ্জ করেছে ব্লু স্টার এসসি। আর প্রত্যেক সদস্যের জন্য বরাদ্দ হয়েছে মাত্র ৫০ ডলার।

 

নেপালের মাচিন্দ্রাকে হারিয়ে কলকাতায় এসেছে শ্রীলঙ্কার ব্লু স্টার। দলে তিন জন বিদেশি। ১ স্ট্রাইকার, ১ স্টপার ঘানার। ১ মিডফিল্ডার নাইজেরিয়ার। জাতীয় দলে খেলা ৩ ফুটবলারও আছেন এই দলে। নেপাল থেকে দেশে ফিরেছিলেন ফার্নান্দোরা। সেখান থেকে চেন্নাই হয়ে কলকাতায় এসেছেন এএফসি কাপের ম্যাচ খেলতে। শ্রীলঙ্কায় ১৩ ঘণ্টা বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন। কলকাতার হোটেলে এসে কিছুটা স্বস্তিতে লঙ্কান ফুটবলাররা। চার দিনের ভারত সফরে এখন ৪ হাজার টাকাই ভরসা লঙ্কান কোচ-ফুটবলারদের।

 

 

আরও পড়ুন: IPL 2022: প্রয়াত হর্ষলের বোন, বায়ো বাবল ছেড়ে বাড়ি ফিরলেন আরসিবির তারকা

Next Article