নয়াদিল্লি: ফেডারেশনের পদ ছাড়লেন সুনন্দ ধর! দীর্ঘ ১৩ বছর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নানা দায়িত্ব সামলেছেন তিনি। সর্বভারতীয় ফুটবল সংস্থায় আই লিগের মুখ্য কার্যনির্বাহি আধিকারিক হিসেবে যোগ দিয়েছিলেন সুনন্দ ধর। গত বছর ভারতীয় ফুটবলে এক অন্ধকার সময় নেমে এসেছিল। নির্বাচন না হওয়ায় ফিফার ক্ষোভে পড়েছিল ভারতীয় ফুটবল। কোর্টের নির্দেশে সরে দাঁড়াতে হয় এআইএফএফ সেক্রেটারি কুশল দাসকে। জরুরিকালীন ভিত্তিতে দায়িত্ব সামলান সুনন্দ ধর। কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটিকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ধরে নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। নির্বাসিত করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। এরপর অবশ্য নির্বাচন হয় এবং নির্বাসনও তুলে নেয় ফিফা। নতুন দায়িত্বে এসেছিলেন সুনন্দ ধর। হঠাৎই জল্পনা এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিস্তারিত TV9Bangla-য়।
গত বছরই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হন কল্যাণ চৌবে। এরপর নতুন কমিটিও গঠিত হয়। সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাসনও তুলে নেয় ফিফা। নির্বাসনের ফলে ভারতে অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। নির্বাসন তুলে নেওয়ায় সেই আশঙ্কা মেটে। ভারতে অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিশ্বকাপের পর সাফল্যের সঙ্গে আয়োজিত হয়েছে মেয়েদের বিশ্বকাপও। ফেডারেশনের নতুন কমিটি গঠনের সময় দিল্লি ফুটবল সংস্থার সভাপতি শাজী প্রভাকরণকে সচিব পদে নিয়োগ করা হয়। এক্সিকিউটিভ কমিটির সর্বসম্মতিতে সহকারী সচিব হিসেবে দায়িত্ব নেন সুনন্দ ধর।
কিন্তু হঠাৎই জল্পনা সুনন্দ ধরে পদত্য়াগ নিয়ে। কেনই বা তিনি দায়িত্ব ছাড়লেন তা অবশ্য ধোঁয়াশা। ফেডারেশনের তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করে তিনিই বা কেন সরে দাঁড়ালেন, এ প্রসঙ্গে যোগাযোগের চেষ্টা করা সুনন্দ ধরের সঙ্গেও। যদিও উত্তর মেলেনি।