AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunil Chhetri: খেলা ছাড়ার পর কী? ভেবে রেখেছেন সুনীল

সূত্রের খবর, গত মাস থেকেই এক বছরের এই কোর্সে ভর্তি হয়েছেন সুনীল ছেত্রী। এই প্রতিষ্ঠানে পড়ার জন্য ১০০ শতাংশ স্কলারশিপ পেয়েছেন ভারত অধিনায়ক। ১ বছরের কোর্স শেষের পরই পোস্ট গ্র্যাজুয়েট হবেন তিনি। এই মুহূর্তে ফুটবলবিশ্বে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির পরই রয়েছেন সুনীল ছেত্রী।

Sunil Chhetri: খেলা ছাড়ার পর কী? ভেবে রেখেছেন সুনীল
সুনীল ছেত্রীূ। ছবি: টুইটার
| Edited By: | Updated on: May 04, 2022 | 3:22 PM
Share

নয়াদিল্লি: এ বছর ৩ অগাস্টই ৩৮ বছরে পা দেবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। অবসরের ভাবনা ঢুকে পড়েছে ভারতীয় দলের অধিনায়কের মাথায়। মুখে এখনও কিছু না বললেও, অবসরের পর কি করবেন তা নিয়ে পরিকল্পনা তৈরি করে ফেলেছেন সুনীল ছেত্রী। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে জুনেই। জিতলেই পরের বছরের শুরুতেই এএফসি এশিয়ান কাপের মূলপর্বের ম্যাচ খেলবে ভারত (Indian Football Team)। আর এই টুর্নামেন্টেই আপাতত পাখির চোখ করেছেন সুনীল ছেত্রী। তবে মাঠের বাইরে আরও একটা জিনিস নিয়ে মাথা ঘামাচ্ছেন দেশের সর্বোচ্চ গোলদাতা। ভারতীয় ফুটবলের পোস্টার বয় থেকে আইকন হয়ে ওঠার মুহূর্তে অনেক লড়াই, অনেক পরিশ্রম জুড়ে রয়েছে। সুনীল ছেত্রীর কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার পিছনে রয়েছে কঠোর অধ্যাবসায়ও। তবে ফুটবল থেকে অবসর নেওয়ার পরও কি ফুটবলকে পুরোপুরি ছাড়তে পারবেন সুনীল ছেত্রী? হয়তো নয়। ফুটবলের সঙ্গেই জড়িয়ে রাখবেন নিজেকে। আর সেই লক্ষ্যেই নতুন পদক্ষেপ ভারতীয় অধিনায়কের।

বিশ্বের এক নামী প্রতিষ্ঠান থেকে স্পোর্টস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েশন করবেন সুনীল ছেত্রী। স্পোর্টস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন অলিভার কান, ভিনসেন্ট কোম্পানির মতো তারকারা। আইএসডিই ল বিজনেস স্কুল থেকে স্পোর্টস ম্যানেজমেন্টের কোর্স করার জন্য ইতিমধ্যেই নিজের নাম নথিভুক্ত করিয়েছেন সুনীল। স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনার সঙ্গেই মূলত কাজ করে থাকে এই প্রতিষ্ঠান।

সূত্রের খবর, গত মাস থেকেই এক বছরের এই কোর্সে ভর্তি হয়েছেন সুনীল ছেত্রী। এই প্রতিষ্ঠানে পড়ার জন্য ১০০ শতাংশ স্কলারশিপ পেয়েছেন ভারত অধিনায়ক। ১ বছরের কোর্স শেষের পরই পোস্ট গ্র্যাজুয়েট হবেন তিনি। এই মুহূর্তে ফুটবলবিশ্বে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির পরই রয়েছেন সুনীল ছেত্রী।

জার্মানির প্রাক্তন অধিনায়ক অলিভার কান এমবিএ পাশ করেছেন। তারপরই স্পোর্টস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট হন। বেলজিয়ামের প্রাক্তন ফুটবলার ভিনসেন্ট কোম্পানিও স্পোর্টস ম্যানেজমেন্টে অনেক দূর পড়াশোনা করেছেন। স্পেনের জুয়ান মাতাও ভ্যালেন্সিয়া আর চেলসিতে খেলার সময় জোড়া ডিগ্রি সম্পন্ন করেছিলেন। ভারতীয় ফুটবলের অপর আইকন বাইচুং ভুটিয়াও বিদেশের এক বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন।

আরও পড়ুন: UEFA Champions League 2021-22: রিয়াল না সিটি? ফাইনালে কাকে চাইছেন সালাহ?