UEFA Champions League 2021-22: রিয়াল না সিটি? ফাইনালে কাকে চাইছেন সালাহ?
২০১৮ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ১-৩ হারে লিভারপুল। সেই ম্যাচে সের্জিও ব়্যামোসের কড়া ট্যাকলে মাঠ ছেড়েছিলেন মোহামেদ সালাহ। চোখের জলে সালাহর মাঠ ছাড়ার সেই ছবি এখনও ভোলেনি লিভারপুল সমর্থকরা। চার বছরে লিভারপুলে সাফল্য এলেও, ওই দুঃসহ স্মৃতি কোনও দিন ভুলতে পারবেন না সমর্থকরা। এমনকি মোহামেদ সালাহ নিজেও ভুলতে পারেন না ওই ম্যাচের স্মৃতি।
মাদ্রিদ: ভিয়া রিয়ালকে (Villa Real) ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনালে উঠেছে লিভারপুল (Liverpool)। প্রথমার্ধে ০-২ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক। বিপক্ষের ডেরায় দ্বিতীয়ার্ধে বদলে যাওয়া লিভারপুলই প্যারিসের টিকিট এনে দিল। দিয়োগো জোটার পরিবর্তে লুইস দিয়াজকে নামান ক্লপ। আর তাতেই বদলে যায় লিভারপুলের খেলা। মুহূর্মুহু আক্রমণে বিপক্ষকে ছারখার করে দেয় ক্লপের ছেলেরা। ঘরের মাঠে ২-০ জয়ের পর অ্যাওয়ে ম্যাচে ৩-২ জয়। অ্যাগ্রিগেটে ৫-২ জিতে ফাইনালের টিকিট পেয়ে গিয়েছেন মানে, সালাহরা। ফিরতি সেমিফাইনালে লিভারপুলের হয়ে গোল ফাবিনহো, লুইস দিয়াজ আর সাদিও মানে। যদিও ব্যবধান আরও বাড়াতে পারত লিভারপুল। তবে এখানেই থামতে চাইছে না ক্লপের দল। ফাইনাল জিতে খেতাব এনে দেওয়াই লক্ষ্য লিভারপুলের জার্মান কোচের। ক্লপের কোচিংয়ে ৫ বছরের মধ্যে ৩ বারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল লিভারপুল। আজ রাতে অন্য সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে নামছে ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম পর্বে ৪-৩ এগিয়ে সিটি। এ বার রিয়ালের ডেরায় খেলা। অ্যাওয়ে গোলের বিচারে কিছুটা হলেও অ্যাডভান্টেজ রিয়াল। ঘরের মাঠে ১-০ জিতলেই ফাইনালে পৌঁছে যাবেন বেঞ্জেমারা।
রিয়াল না ম্যান সিটি? কে উঠবে ফাইনালে, সে দিকে নজর অবশ্যই থাকবে। নজর রাখবেন লিভারপুলের কোচ জুর্গেন ক্লপও। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদকেই চাইছেন লিভারপুলের তারকা ফুটবলার মোহামেদ সালাহ। হঠাৎ কেন রিয়ালকে চাইছেন মিশরের রাজপুত্র? ৪ বছর আগের বদলা নেওয়ার জন্যই রিয়াল মাদ্রিদকে ফাইনালে চাইছেন সালাহ।
২০১৮ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ১-৩ হারে লিভারপুল। সেই ম্যাচে সের্জিও ব়্যামোসের কড়া ট্যাকলে মাঠ ছেড়েছিলেন মোহামেদ সালাহ। চোখের জলে সালাহর মাঠ ছাড়ার সেই ছবি এখনও ভোলেনি লিভারপুল সমর্থকরা। চার বছরে লিভারপুলে সাফল্য এলেও, ওই দুঃসহ স্মৃতি কোনও দিন ভুলতে পারবেন না সমর্থকরা। এমনকি মোহামেদ সালাহ নিজেও ভুলতে পারেন না ওই ম্যাচের স্মৃতি।
ভিয়া রিয়ালকে হারানোর পর সালাহ বলেন, ‘মাদ্রিদের বিরুদ্ধে খেলতে চাই। ম্যান সিটি নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ। এই মরসুমে অনেকবারই ওদের বিরুদ্ধে খেলেছি। তবে ব্যক্তিগত ভাবে আমি রিয়ালকেই ফাইনালে চাইব। চার বছর আগে ওদের কাছেই ফাইনালে হেরেছিলাম। তাই আমি চাইছি, ওদেরকে হারিয়েই এ বার খেতাব জিততে। তাহলেই সেটা মধুর প্রতিশোধ হবে।’
প্রথমার্ধের পরই বদলে যাওয়া লিভারপুলকে দেখা যায় মাঠে। এর রহস্য কী? সালাহ বলেন, ‘প্রথমার্ধ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তারপর ড্রেসিংরুমে আমাদের কোচ প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন। ওনার মানসিকতাই আমাদের বদলে দেয়। আর তাতেই আমরা দ্বিতীয়ার্ধে প্রবল ভাবে ফিরে আসি।’
আরও পড়ুন: Cristiano Ronaldo: ওল্ড ট্র্যাফোর্ড আর একটা বছর থেকে যেতে চান, ইঙ্গিত দিলেন রোনাল্ডোই