Sunil Chhetri : ডেঙ্গিতে আক্রান্ত সুনীলের অন্তঃসত্ত্বা স্ত্রী, ভর্তি হাসপাতালে

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর অন্তঃসত্ত্বা স্ত্রী সোনম ভট্টাচার্য। প্রবল দুশ্চিন্তায় ভট্টাচার্য ও ছেত্রী পরিবার।

Sunil Chhetri : ডেঙ্গিতে আক্রান্ত সুনীলের অন্তঃসত্ত্বা স্ত্রী, ভর্তি হাসপাতালে
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 10:19 AM

ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর অন্তঃসত্ত্বা স্ত্রী সোনম ভট্টাচার্য ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কোনও ঝুঁকি না নিয়ে সোনমকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন সুনীল। আগামী মাসেই সুনীলের বাবা হওয়ার কথা। জাতীয় দলের কোচ স্টিম্যাচের কাছ থেকে আগেই ছুটি নিয়েছেন তিনি। যাতে জাতীয় শিবিরে যোগ দিতে না হয়। সোমবার সকালে সোনমের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই নেমে গিয়েছিল। তবে এখন তিনি কিছুটা ভালো আছেন। এই খবর পেয়ে প্রচন্ড দুশ্চিন্তায় রয়েছেন সুব্রত ভট্টাচার্য এবং তার স্ত্রী লতা ভট্টাচার্য। বিস্তারিত রইল TV9 Bangla Sports– এর এই প্রতিবেদনে।

পরিবারের নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে সুনীল ও সোনমের। কিছুদিন আগে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয় সোনমের স্বাদ অনুষ্ঠান। ফুটবলারের শ্যালক সাহেব ভট্টাচার্যের পোস্ট করা ভিডিয়োতে দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন ফ্যানরা। এরপর গত ৩ অগস্ট নিজের ৩৯তম জন্মদিন পালন করেছেন সুনীল। বিভিন্ন মুহূর্তে ছবি কোলাজ করে তৈরি ভিডিয়ো পোস্ট করে সুনীলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সোনম। ১৩ বছরের সম্পর্কের পর বিয়ে ও সন্তানের আগমনের অপেক্ষায় পরিপূর্ণ দেখাচ্ছিল তাঁদের। তারই মাঝে বিপত্তি। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন সুনীলের স্ত্রী। বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি তিনি। সোনমের দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।