Surajit Sengupta: কিছুটা ভালো আছেন সুরজিত্‍ সেনগুপ্ত

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 27, 2022 | 7:00 PM

পরিবারের তরফ থেকে জানানো হয়, 'বাইপ্যাপ খোলায় যেহেতু HFNO-র মাধ্যমে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তাই ওভাবেই এখন অক্সিজেন সরবরাহ করে দেখবেন চিকিত্‍সকরা। তবে চিকিত্‍সকরা পুরোপুরি বাইপ্যাপ খুলে এখনই কোনও ঝুঁকি নিতে চাইছেন না। ধীরে ধীরে পর্যবেক্ষণ করছেন তাঁরা। গতকাল রাতে ভালো ঘুমও হয়েছে। খাওয়া দাওয়াও করছেন।'

Surajit Sengupta: কিছুটা ভালো আছেন সুরজিত্‍ সেনগুপ্ত
সুরজিত্‍ সেনগুপ্ত। ছবি: নিজস্ব

Follow Us

কলকাতা: আগের তুলনায় কিছুটা ভালো আছেন সুরজিত্‍ সেনগুপ্ত (Surajit Sengupta)। খোলা হল বাইপ্যাপ। হাই ফ্লো ন্যাজাল অক্সিজেন সাপোর্ট (HFNO) দিয়ে এখন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ৬০ শতাংশ HFNO-র মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তাতে অক্সিজেনের মাত্রাও নিয়ন্ত্রণে এসেছে। এই খবরে দুশ্চিন্তার মেঘ কিছুটা হলেও কেটেছে। গত রবিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ভারতের প্রাক্তন ফুটবলার। কোভিড (Covid-19) পজিটিভ হওয়ায় চিন্তা ক্রমশ বাড়তে থাকে। তবে অন্যান্য দিনের চেয়ে আজ কিছুটা ভালো আছেন ভারতের প্রাক্তন উইঙ্গার। চিকিত্‍সক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

পরিবারের তরফ থেকে জানানো হয়, ‘বাইপ্যাপ খোলায় যেহেতু HFNO-র মাধ্যমে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তাই ওভাবেই এখন অক্সিজেন সরবরাহ করে দেখবেন চিকিত্‍সকরা। তবে চিকিত্‍সকরা পুরোপুরি বাইপ্যাপ খুলে এখনই কোনও ঝুঁকি নিতে চাইছেন না। ধীরে ধীরে পর্যবেক্ষণ করছেন তাঁরা। গতকাল রাতে ভালো ঘুমও হয়েছে। খাওয়া দাওয়াও করছেন।’

 

গত মঙ্গলবার বিকেলে নব মহাকরণে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে তাঁর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে জরুরি ভিত্তিতে একটি উচ্চ পর্যায়ের সভা হয়। ওই সভায় ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা। ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব জয়দীপ মুখোপাধ্যায়। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহনবাগান অর্থ সচিব দেবাশিস দত্ত, মহমেডান স্পোর্টিংয়ের সচিব দানিশ ইকবাল ও রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত বিশ্বাস ও পিয়ারলেসের হাসপাতালের সিইও সিঞ্চন ভট্টাচার্যও ছিলেন সভায়। সভায় ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব মেনে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠন করে। প্রতিদিন মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে এবং সেটি সরাসরি ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়।

 

আরও পড়ুন: Brett Lee: ভারতের টেস্ট অধিনায়কত্বের দৌড়ে ৪ থেকে ৫ জন: ব্রেট লি

Next Article