Indian Football: পুসকাসকে টপকে গেলেন সুনীল, ত্রিদেশীয় টুর্নামেন্টে ট্রফি ভারতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 29, 2023 | 2:13 PM

Tri-Nation Friendly : মণিপুরে এই প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এবং টুর্নামেন্ট হল। প্রতি ম্য়াচেই গ্য়ালারি পূর্ণ থেকেছে। শেষ তথা 'ফাইনাল' ম্যাচেও তার অন্যথা হল না।

Indian Football: পুসকাসকে টপকে গেলেন সুনীল, ত্রিদেশীয় টুর্নামেন্টে ট্রফি ভারতের
Image Credit source: twitter

Follow Us

ইম্ফল: সুনীল ছেত্রীর (Sunil Chhetri) হাতে আরও একটা ট্রফি। ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারতীয় ফুটবল দল। মায়ানমার, কিরগিস্তান এবং ভারত অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। মায়ানমারের বিরুদ্ধে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। মায়ানমার বনাম কিরগিস্তান ম্য়াচ ড্র হয়। ফলে এ দিন শেষ ম্যাচে ড্র করলেই চ্য়াম্পিয়ন হত ভারত। তবে ড্র নয়, ২-০’র অনবদ্য জয়েই খেতাব জিতল ভারত। দেশের হয়ে ৮৫তম গোল করলেন ক্য়াপ্টেন সুনীল ছেত্রী। ছাপিয়ে গেলেন কিংবদন্তি ফেরেন্স পুস্কাসকে (৮৪)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভিশন ২০৪৭’র অংশ হিসেবে এই টুর্নামেন্ট ধরা যায়। ভারতীয় ফুটবলাররা যাতে অনেক বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পায়, সে দিকেই নজর ফেডারেশনের। এই ত্রি-দেশীয় টুর্নামেন্টের মাধ্য়মে এশিয়ান কাপেরও প্রস্তুতি কিছুটা সেরে রাখল ভারত। বিস্তারিত TV9Bangla-য়।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে মায়ানমারকে ১-০ গোলে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন অনিরুদ্ধ থাপা। আরও বেশ কিছু গোলের সুযোগ তৈরি হলেও স্কোর লাইনে বদল হয়নি। সুনীল ছেত্রীর কাছেও বেশ কিছু গোলের সুযোগ এসেছিল। ভারতীয় ফুটবলের কিংবদন্তি এ দিন অবশ্য় খালি হাতে ফিরলেন না। কিরগিস্তানের বিরুদ্ধে ২-০ ব্য়বধানে জয় গোল করলেন সুনীলও। ভারতকে এগিয়ে দেন সন্দেশ ঝিঙ্গান। ভারতীয় দলের রক্ষণের অন্য়তম স্তম্ভ সন্দেশ। হেডে প্রচুর গোল করেছেন। কিরগিস্তানের বিরুদ্ধে পায়ে অনবদ্য গোল করলেন। এর জন্য় কৃতিত্ব প্রাপ্য ব্র্য়ান্ডন ফার্নান্ডেজেরও। ম্যাচের ৩৪ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে ব্র্য়ান্ডন ফ্রি-কিক নেন। অফ সাইড ফাঁদ কাটিয়ে গোলের সামনে সেই বলে টোকা মেরে জালে ঢোকান সন্দেশ। ১-০ এগিয়েই বিরতিতে যায় ভারত।

ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতের পক্ষে স্কোরলাইন ২-০ করেন সুনীল ছেত্রী। কলকাতায় এএফসি এশিয়ান কাপের যোগ্য়তা অর্জন পর্বের শেষ ম্যাচে কিংবদন্তি ফেরেন্স পুস্কাসকে ছুঁয়েছিলেন সুনীল। কিরগিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে ৮৫ তম গোলে পুস্কাসকে ছাপিয়ে গেলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন দেশের কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম। ইম্ফলে এ দিন গ্য়ালারিতে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত তুলসীদাস বলরামকে।

Next Article