Sergio Ramos Retirement: জাতীয় টিম থেকে অবসর, কোচকে কাঠগড়ায় দাঁড় করালেন রামোস!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 24, 2023 | 4:20 PM

প্রচুর সাফল্য পেয়েছেন দেশের হয়ে। বিশ্বকাপ, ইউরো কাপ জেতা রামোস অবসর নিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে। কেন কোচকে দায়ী করলেন তিনি?

Sergio Ramos Retirement: জাতীয় টিম থেকে অবসর, কোচকে কাঠগড়ায় দাঁড় করালেন রামোস!
Image Credit source: Twitter

Follow Us

মাদ্রিদ: স্পেনের (Spain Football Team) হয়ে ২০০৫ সালে অভিষেক হয় তাঁর। দেশের হয়ে খেলেছেন ১৮০টি ম্যাচ। ২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য। ২০০৮ এবং ২০১২ সালে ইউরো কাপের টিমেও ছিলেন। সেই তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন ২০১৮ সালে। ২০২০ সালের ইউরো এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপের (Qatar World Cup) দলেও রাখা হয়নি তাঁকে। মরক্কোর কাছে লজ্জাজনক হারের পর বিশ্বকাপ থেকে ছিটকে যায় স্পেন। এই হারের পরেই স্পেনের কোচ হিসেবে পদত্যাগ করেন লুইস হেনরিক। অতীত ফেরানোর জন্য নতুন প্রজন্মেই ফোকাস করছেন নয়া কোচ লুই দে লা ফুয়েন্তে। জাতীয় টিমে আর ফিরতে পারবেন না, ধরে নিয়েই অবসর নিয়ে নিলেন সর্গিও রামোস (Sergio Ramos)

অবসর নিয়েছেন যেমন, তেমনই নতুন কোচকেও ঠুকেছেন রামোস। ফুয়েন্তের সিদ্ধান্তকেই দায়ী করেছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার। অবসর গ্রহণের পর এক বিবৃতিতে রামোস বলেছেন, “জাতীয় দলকে বিদায় জানানোর সময় এসেছে। সদ্য আমি বর্তমান কোচের থেকে ফোন কল পেয়েছি। উনি আমাকে বলেছেন, স্পেনের প্রস্তুতিতে তিনি আর আমাকে রাখছেন না। তিনি এও বলে দিয়েছেন, আমার খেলা, সাফল্যের উপর তিনি নির্ভর করেছেন না।”

প্রায় ১৩ বছর খেলেছেন জাতীয় টিমের হয়ে। প্রচুর সাফল্য় পেয়েছেন নিজে। দেশকেও সাফল্য দিয়েছেন। সে সব এখন অতীত। রামোসের অবসরে মন খারাপ স্প্যানিশ ফুটবল টিমের ভক্তদের। রামোস বলেছেন, “এমন একটি যাত্রা শেষ হল, যেটা আরও দীর্ঘতর হবে ভেবেছিলাম। অন্তত ভালো অভিজ্ঞতা দিয়ে শেষ হবে। দুঃখজনক ভাবে সেটা আর সম্ভব নয়। আমার মনে হয়েছে, বয়স বা অন্য কোনও কারণে আমার আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়নি। জাতীয় টিমের আর আমাকে দরকার নেই, সেই কারণেই আমার কেরিয়ার শেষ হল।”

স্পেনের সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি রামোস। পিএসজির ফুটবলার বলেছেন, “এক অবিস্মরণীয় স্মৃতি নিয়ে আমি যাচ্ছি। আমরা যে সমস্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন  হয়েছি। খেতাব জেতার জন্য লড়াই করেছি, একসঙ্গে সাফল্য উদযাপন করেছি, সেগুলো আমার কাছে চিরসবুজ থাকবে। এই জার্সি এবং সমর্থকরা রোজ আমাকে তৃপ্তি দিয়েছে। ধন্যবাদ সবাইকে।”

Next Article