দোহা: কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল সোমবার ঘোষণা করবেন ব্রাজিলের কোচ তিতে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দফতর রিও ডি জেনেইরোতে থেকে এই ঘোষণা করবেন। ২০ নভেম্বর কাতারে শুরু হয়ে যাবে বিশ্বকাপ। তিতের দলে কারা থাকবেন, তা জানতে মুখিয়ে রয়েছেন ফুটবল ভক্তরা। তার আগেই নেইমারের প্রশংসা শোনা গেল তিতের গলায়। সে দেশের এক সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে তিতে জানিয়েছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সি উঠবে নেইমারের গায়েই। কাতার বিশ্বকাপের ঠিক দু’সপ্তাহ আগে ব্রাজিল টিম নিয়ে কী বললেন তিতে, তুলে ধরল TV9 Bangla।
তিতে জানিয়েছেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন নেইমার। ব্রাজিলের সৈকত শহর মাঙ্গারাতিবাতে প্রস্তুতিতে মগ্ন নেইমার। তাঁর ব্যক্তিগত ফিজিক্যাল ট্রেনার রিকার্ডো রোসা তত্ত্বাবধানেই চলছে ট্রেনিং। এ ব্য়াপারে তিতে বলেছেন, “উচ্চমানের খেলোয়াড়রা সব সময় নিজেদের শীর্ষে নিয়ে যেতে চায়। নিজের দক্ষতার জোরেই এই কাজ করতে পারে তারা। সে জন্যই নিজস্ব একটা প্রস্তুতির প্রয়োজন পড়ে। ইতিমধ্যেই যারা প্রস্তুত, তাদেরও প্রস্তুতি নিতে হয়। নেইমারের এটা নিজের স্কিল, এবিলিটি ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি।”
ব্রাজিলের হয়ে ইতিমধ্যেই ১২১টি ম্যাচ খেলেছেন নেইমার। দেশের হয়ে ৭৫টি গোলও করেছেন তিনি। এ নিয়ে তিতে বলেছেন, “বড় ফুটবলাররা দ্রুত চিন্তা করে তা কার্যকর করতে পারে। কিন্তু বয়স বাড়লে সেই স্কিল কিছুটা হলেও কমে।” এ বারের ব্রাজিল কোনও একজনের উপর নির্ভরশীল নয়। বরং টিম ব্রাজিলেই সাফল্য খুঁজতে চাইছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। নেইমারের উপর ব্রাজিল দলের নির্ভরতার প্রসঙ্গে তিতে বলেছেন, “ব্রাজিল দল নেইমারের উপর নির্ভরশীল। থিয়াগো সিলভার উপর নির্ভরশীল। অ্য়ালিসনের উপর নির্ভরশীল। অ্যান্টোনির উপরও নির্ভরশীল।”
একা নেইমারের উপর যে ব্রাজিল নির্ভরশীল নয়, তা বুঝিয়ে দিয়েছেন তিতে। সেই সঙ্গে নেইমারের প্রশংসা করে বলেছেন, “নেইমার প্রশংসনীয় খেলোয়াড়। তার থেকে ব্রাজিলিয়ানদের আশা, প্রত্যাশাও অনেক বেশি।” ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের তুলনায় এ বার ব্রাজিলের প্রস্তুতি কি ভালো? এ প্রশ্নের জবাবে তিতে বলেছেন, “এই দু’বারের তুলনা করা উচিত নয়। ২০১৮ সালের পর নতুন করে দল গঠন হয়েছে। ব্রাজিল টিমে প্রচুর প্রতিবাভান এসেছে। পুরনোদের সঙ্গে নতুনদের তালমিল কাজে লাগাতে পারলে নিশ্চিত ভাবে ভালো ফল হওয়ার কথা।”