India U-17 vs Brazil U-17 Highlights: ব্রাজিলের মেয়েদের পাঁচ গোল, খালি হাতে বিশ্বকাপ শেষ ভারতের
India U-17 vs Brazil U-17 Live Scores: গ্রুপ পর্বে ভারতের অন্তিম ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল। অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপে ভারত বনাম ব্রাজিল ম্যাচের আপডেটস পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার এই লাইভ পেজে।
ভুবনেশ্বর : আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ। সেই পড়ে পাওয়া সুযোগও কাজে লাগাতে ব্যর্থ মেয়েদের অনূর্ধ্ব ১৭ ভারতীয় দল। মার্কিন যুক্তরাষ্ট্র ও মরক্কোর বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে হার। দুই প্রতিপক্ষের বিরুদ্ধে একটিও গোল করতে পারেনি ভারতের মেয়েরা। ফলস্বরূপ গ্রুপ পর্ব থেকেই বিদায়। অন্তত ১ পয়েন্টের আশা করেছিলেন কোচ থমাস ডেনার্বি। কিন্তু তিনি হতাশ। আজ গ্রুপ পর্বের শেষ এবং বিশ্বকাপে ভারতের অন্তিম ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল। ফুটবলের কুলীন দেশটির বিরুদ্ধে খেলাটাই একটা বড় অভিজ্ঞতা। একই সঙ্গে হলুদ জার্সিধারীদের জালে অন্তত ১ বার বল জড়াতে চেয়েছেন ডেনার্বি। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরুক ভারত, চান না তিনি। তাই অন্তত ১টা গোল। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে হেরে দলের মেয়েদের আত্মবিশ্বাস কতটুকু বজায় আছে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তবে বিশ্বকাপে ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগটা হেলায় যেতে দেওয়া তো যায় না। কলিঙ্গ স্টেডিয়ামে আজকের ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে নিজেদের অস্তিত্বের জানান দিতে পারবে ভারত?
LIVE NEWS & UPDATES
-
বাজল শেষ বাঁশি, হার ভারতের
শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ৫ গোল হজম। খালি হাতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শেষ করল ভারত। তিনটি ম্যাচে মোট ১৬ গোল হজম ভারতের। একরাশ হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করল ভারতের মেয়েরা।
-
ব্রাজিলের শেষ মুহূর্তের গোল
ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে পঞ্চম গোল লরার। পেনাল্টি এরিয়া থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ ভারত। বল চলে যায় লরার পায়ে। দূরপাল্লার শট থেকে ফের পরাস্ত মেলোডি।
-
-
ব্যবধান বাড়াল ব্রাজিল
ব্রাজিলের চতুর্থ গোল। অ্যালাইনের গোলের যেন পুনরাবৃত্তি। লরার গোল। ভারতীয় গোলকিপারকে পরাস্ত করে বাঁ দিকের কোনায় বল লেগে জালে জড়িয়ে গেল।
-
ব্রাজিলের লাগাতার চাপ
ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা। ভারতের পেনাল্টি এরিয়া ও তার আশেপাশে চাপ বজায় রেখেছে ব্রাজিল। বিপদ কাটানোর চেষ্টায় ভারত।
-
ব্রাজিলের তৃতীয় গোল
৩ গোলে এগিয়ে গেল ব্রাজিল। রেবেকার পাস থেকে বক্সের বাইরে বল পায় অ্যালাইন। জোরালো শট একটু বেঁকে জালে জড়িয়ে গেল। দ্বিতীয় গোল অ্যালাইনের। ভারতীয় গোলকিপারকে সুযোগই দিল না। অ্যালাইনের এই গোল টুর্নামেন্টের সেরা হতে পারে।
-
-
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। এতদিনের পরিশ্রম, প্রস্তুতি। খালি হাতে টুর্নামেন্ট শেষ করবে ভারত? নাকি শেষ ৪৫ মিনিটে স্কোরশিটে কী নাম লেখাবে?
-
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খেলা শেষ। বিরতিতে ০-২ গোলে পিছিয়ে ভারত। কোচ ডেনার্বি নেহাকে ডেকে কিছু কথা বললেন। গতি ও টেকনিক্যালি প্রথমার্ধে ভারতকে কাবু করল ব্রাজিল।
-
ফের গোল ব্রাজিলের
ব্রাজিলের দ্বিতীয় গোল। পেনাল্টি এরিয়া থেকে শট অ্যালাইনের। হাত বাড়িয়ে রোখার চেষ্টা মেলোডির। বল জড়িয়ে গেল জালে। ভারত পিছিয়ে পড়ল ০-২ গোলে।
-
নেহার প্রচেষ্টা
গোলের কাছে পৌঁছে গিয়েছিল ভারত। বিরল প্রচেষ্টা ভারতের। ডান দিক থেকে ক্রস পায় নেহা। চটজলদি শট নেয়। সোজা বল গিয়ে পৌঁছায় ব্রাজিল গোলকিপারের বাহুতে।
-
৩০ মিনিট অতিক্রান্ত
ম্যাচের ৩০ মিনিট অতিক্রান্ত। ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা ব্রাজিলের। ক্যারল ও ফ্লাবিয়ার শট রুখে দিলেন ভারতীয় গোলকিপার মেলোডি চানু।
-
অনিতার লড়াই
একাই লড়ে যাচ্ছে অনিতা কুমারী। ভারতীয় স্ট্রাইকার যাতে বল না পায় সেদিকে লক্ষ্য ব্রাজিলিয়ানদের।
-
ব্রাজিলের ক্রমবর্ধমান আক্রমণ
ডান দিক থেকে আক্রমণের ঝড় তুলছে পেলের দেশের মেয়েরা। এর মোকাবিলা কীভাবে করতে হবে বুঝে উঠতে পারছে না অধিনায়ক অষ্টম ওরাওঁ।
-
এগিয়ে ব্রাজিল
গ্রাফিক স্ট্যাট জানাচ্ছে, ৭২ শতাংশ বল পজেশনে এগিয়ে ব্রাজিল।
-
শুরুতেই গোল হজম
ম্যাচের ১১ মিনিটেই গোল হজম ভারতের। মাঝমাঠ থেকে আমরোর পাস। ডান দিক থেকে ক্রস করে গোল গ্রেচনের। ০-১ গোলে পিছিয়ে গেল দেশের মেয়েরা।
-
ভারতীয় রক্ষণের পরীক্ষা
ভারতীয় রক্ষণের পরীক্ষায় নেমেছে ব্রাজিল। ভারতের মেয়েদের পা থেকে বল কেড়ে নিচ্ছে।
-
শুরু হল ম্যাচ
কলিঙ্গ স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের নিজেদের শেষ তথা নিয়মরক্ষার ম্যাচে নেমে পড়ল ভারত।
-
ওয়ার্ম আপ
মাঠে নামার আগে শেষ মুহূর্তে গা ঘামিয়ে নেওয়া।
Warm up ✅#BRAIND ⚔️#U17WWC ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball⚽️ pic.twitter.com/6tqZhFYJpk
— Indian Football Team (@IndianFootball) October 17, 2022
-
ভারতের প্রথম একাদশ
মেলোডি চানু, সিল্কি দেবী, অষ্টম ওরাওঁ, বাবিনা দেবী, নেহা, কাজল ডিসুজা, অনিতা কুমারী, শৈলজা, শুভাঙ্গী সিং, রেজিয়া দেবী, কাজল
This is how India ?? will start against Brazil ?? #BRAIND ⚔️#U17WWC ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball⚽ pic.twitter.com/xyVxQ2gXXy
— Indian Football Team (@IndianFootball) October 17, 2022
Published On - Oct 17,2022 7:00 PM