UEFA Champions League: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে চলেছে ফুটবলেও

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 24, 2022 | 8:00 PM

উয়েফা বিবৃতিতে জানায়, 'গত ২৪ ঘণ্টায় রাশিয়া আর ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় উয়েফা প্রেসিডেন্ট শুক্রবার জরুরিকালীন বৈঠক ডেকেছে। সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

UEFA Champions League: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে চলেছে ফুটবলেও
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ছবি: টুইটার

Follow Us

জুরিখ: রাশিয়া (Russia)-ইউক্রেন (Ukraine) যুদ্ধের প্রভাব এ বার পড়তে চলেছে ফুটবলেও। রুশ হামলায় জর্জরিত ইউক্রেন। ভয়াবহ অবস্থা গোটা ইউক্রেন জুড়ে। বৃহস্পতিবার সকালেই ইউক্রেনে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পূর্ব সীমানার দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে পুতিন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পর থেকেই যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছিল। বৃহস্পতিবারই সেই দামামা বেজে গেল। একের পর এক হামলা চলছে। নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। একের পর এক বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে। মিসাইল হামলা শুরু হওয়ায় ইউক্রেনের সমস্ত বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছে। বিপর্যস্ত হয়েছে মোবাইল সংযোগ ব্যবস্থাও। কিয়েভ, খারকিভেও মিসাইল হামলা চলছে বলে জানা গিয়েছে। ইউক্রেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সঙ্কটকালীন অবস্থা দেখে আসরে ইউরোপের ফুটবল ফেডারেশন। চ্যাম্পিয়ন্স লিগের ভবিষ্যত্‍ নিয়ে জরুরি বৈঠক ডাকল উয়েফা (UEFA)।

 

শুক্রবারই কার্যকরী কমিটির বৈঠক ডাকল ইউরোপের ফুটবল গভর্নিং বডি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়েই আলোচনা হবে সেই বৈঠকে। ২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। পরিস্থিতি ভয়াবহ দেখে ফাইনাল স্থানান্তরিত করার ভাবছে উয়েফা। ইউরোপের আইনজীবীরাই উয়েফার কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরানোর আবেদন জানায়।

 

উয়েফা বিবৃতিতে জানায়, ‘গত ২৪ ঘণ্টায় রাশিয়া আর ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় উয়েফা প্রেসিডেন্ট শুক্রবার জরুরিকালীন বৈঠক ডেকেছে। সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

২ মাসের বিরতির পর শুক্রবার থেকেই ইউক্রেনের প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি ঘোরালো দেখে ইউক্রেনের ফুটবল লিগ স্থগিত করে দেওয়া হয়। কবে থেকে শুরু হতে পারে তার কোনও দিন ঠিক হয়নি। অন্যদিকে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি ইউক্রেন আর রাশিয়ার সঙ্গে কথা চালাচ্ছে। পরের সপ্তাহেই বেজিংয়ে শুরু প্যারালিম্পিক গেমস। সেখানে ইউক্রেন আর রাশিয়ার খেলোয়াড়রা অংশ নেবেন কিনা তা জানতেই কথা চালাল আন্তর্জাতিক প্যারালিম্পিক গেমস।

 

 

 

আরও পড়ুন: ISL 2021-22: ফাইনালের আগেই দর্শকদের জন্য আসতে চলেছে খুশির খবর

Next Article