নয়াদিল্লি: জয় যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনার (Argentina)। কিন্তু বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifiers) ম্যাচে এ বার বিশ্বজয়ীদের হারিয়ে দিল উরুগুয়ে। বুয়েনস আইরেসে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে লা আলবিসেলেস্তেদের ২-০ ব্যবধানে হারাল উরুগুয়ে। অন্য দিকে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও (Brazil) হেরে গেল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। সেলেকাওদের ২-১ ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। ২০১৫ সালের পর দ্বিতীয় বার ব্রাজিল ও আর্জেন্টিনা একই দিনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হারল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
For the first time since 2015 and just the second time ever, Brazil and Argentina have lost World Cup qualifiers on the same day 😲 pic.twitter.com/9EKNfzCzYI
— B/R Football (@brfootball) November 17, 2023
বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিরুদ্ধে ২-১ গোলে হারার পর এটিই আর্জেন্টিনার প্রথম হার। অবশ্য এই ম্যাচ হারার পরও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই রয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। উরুগুয়ের হয়ে দুটি গোল করেছেন রোনাল্ড আরাউহো ও ডারউইন নুনেজ।
⚽ @Argentina 🇦🇷 0 🆚 #Uruguay 🇺🇾 2 (Ronald Araújo y Darwin Núñez)
👉 Final del partido pic.twitter.com/OqpiI7mhal
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) November 17, 2023
৫ বারের বিশ্বজয়ী ব্রাজিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়ের পর কলম্বিয়ার কাছেও হারল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও হাসি মুখে মাঠ ছাড়তে পারল না সেলেকাওরা। বরং ঘরের মাঠে জ্বলে ওঠেন কলম্বিয়ার লুইস দিয়াজ। ম্যাচের ৪ মিনিটে ব্রাজিলের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে কলম্বিয়ার তারকা লুইস। চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন তিনি। ম্যাচের ৭৫ মিনিটে বোরহার ক্রস থেকে হেডে গোল করেন দিয়াজ। তার ঠিক চার মিনিট পর ফের হেড থেকে গোল করেন দিয়াজ।
¡Imparable! Luis Díaz convirtió un doblete en cinco minutos y le dio la victoria a @FCFSeleccionCol ante @CBF_Futebol 🤩⚽🇨🇴
📅 Fecha 5 de las #EliminatoriasSudamericanas 🏆#CreeEnGrande pic.twitter.com/L1VbiMooUw
— CONMEBOL.com (@CONMEBOL) November 17, 2023
এই ম্যাচ হারার ফলে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে নেমে গেল ব্রাজিল। উল্লেখ্য, মারকানায় পরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ৩ বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।