লন্ডন: রাশিয়ান মালিক রোমান আব্রাহামোভিচকে (Roman Abramovich) ইংল্যান্ডে ‘নিষিদ্ধ’ করার পর তীব্র অনিশ্চয়তা নেমে এসেছে চেলসিতে (Chelsea)। কোচ থেকে ফুটবলার— কেউই জানেন না আগামী দিনে কী ঘটতে চলেছে। রাশিয়ান বিজনেস টাইকুন নির্বাসিত হয়ে যাওয়ায় আর্থিক ডামাডোলের মধ্যে পড়তে চলেছে গত বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। ফুটবলারদের মাইনে কি ভাবে মেটানো হবে, তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। তার মধ্যেও কিন্তু চেলসি ফুটবল মাঠে নিজেদের কাজটা করছে। নরউইচ সিটিকে বৃহস্পতিবার রাতে ৩-১ হারিয়েছে থমাস তুচেলের (Thomas Tuchel) টিম। আর তারপরই নিজেদের ভবিষ্যৎ যে অন্ধকারে, তা মেনে নিয়েছেন চেলসি কোচ। অবশ্য তিনি একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, তাঁর টিম যে ফুটবলটা খেলছে, সেটাই চালিয়ে যাবে। জটিল পরিস্থিতিতে পড়ে যাওয়া চেলসির পাশে দাঁড়িয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাও।
তুচেল ম্যাচের পর প্রেস মিটে বলেছেন, ‘যতক্ষণ আমাদের খেলার মতো যথেষ্ট জার্সি আছে, যতক্ষণ টিম বাস পাওয়া যাবে, ততক্ষণ আমরা মাঠে নামব। আর নিশ্চিত করতে পারি, মাঠে নামলে সেরাটাই দেব। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে এক-একটা দিন ধরে এগোচ্ছি আমরা। গতকাল কী ঘটেছিল, সেটা নিয়ে যেমন ভাবার জায়গা নেই, তেমনই কাল কী হবে, তা নিয়েও ভাবতে পারব না। সত্যি বলতে কী, মাঠের বাইরে কী ঘটছে বা ঘটবে, তা আমাদের হাতে নেই। সুতরাং তাকিয়ে থাকা ছাড়া আর কোনও উপায় নেই।’
গত রাতে ছেলেদের মতো মেয়েদের টিমেরও ম্যাচ ছিল। ওয়েস্ট হ্যামকে চেলসির মেয়েরা ৪-১ হারিয়েছেন। কোচ এমা হেইস বলেছেন, ‘জানি, এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। কী হবে, কী ভাবে হবে, কিছুই বলা যাবে না। তবে, চেলসি একটা শক্তিশালী টিম। এখান থেকে চেলসি নিশ্চিত ভাবেই ঘুরে দাঁড়াবে। আমাদের শুধু ধৈর্য রাখতে হবে।’
সিটির কোচ পেপ গুয়ার্দিওলা বলেছেন, ‘করোনা পরিস্থিতি থেকে একটু একটু করে বেরনোর জন্য কী দরকার, আমরা জানতাম। ওষুধ খেতে হবে, প্রতিষেধক নিতে হবে। এই ব্যাপারটা তেমন নয়। নিশ্চিত ভাবেই ব্যাপারটা অত্যন্ত জটিল। অপ্রত্যাশিতও। তবে ইপিএলের যে কোনও ক্লাবের মুখই হল তার ফুটবল টিম। সুতরাং ফুটবল টিম তার প্রয়োজনে যা যা দরকার, তা চাইতেই পারে। তবে চেলসির কোচ ফুটবলারদের জন্য খারাপই লাগছে। আমার সহানুভূতি রইল ওদের জন্য। ওরা কিন্তু নিজেদের কাজটা এখনও মন দিয়েই করছে।’
আরও পড়ুন: Chelsea: কেন তীব্র চাপে চেলসি, প্রশ্নের উত্তর দিল টিভি নাইন বাংলা