লন্ডন: বিশ্ব জুড়ে অগণিত সমর্থকদের একটা দুশ্চিন্তা, এ বার কী হবে? আশঙ্কা সত্যি করে রোমান আব্রাহামোভিচকে (Roman Abramovich) শেষ পর্যন্ত ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে ইংল্যান্ড সরকার। ২০০৩ সালে চেলসি (Chelsea) কিনেছিলেন রাশিয়ান বিজনেস টাইকুন। কিন্তু ইউক্রেন হামলার জেরে রাশিয়াকে একঘরে করে ফেলতে চাইছে ইংল্যান্ড। যাবতীয় ব্যবসায়িক সম্পর্ক ছেদ করে ফেলেছে। রাশিয়ান বিমান নামার ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু এবং পরামর্শদাতা হিসেবে পরিচিত আব্রাহামোভিচের উপর যে কোনও সময় কোপ নেমে আসতে পারে, এমন আশঙ্কা করা হয়েছিল। তার পরই জন্ম নিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারই উত্তর দেওয়ার চেষ্টা করল টিভি নাইন বাংলা…
চেলসি কি খেলা চালিয়ে যেতে পারবে?
উত্তর: চেলসির মাঠে নামতে কোনও নিষেধাজ্ঞা নেই। ইউকে সরকার যে বিশেষ লাইসেন্স ইস্যু করেছে, তাতে বলা হয়েছে, চেলসির ছেলে ও মেয়েদের টিমের খেলতে কোনও বাধা নেই। দুটো টিমই স্বাভাবিক খেলা চালিয়ে যেতে পারবে। বৃহস্পতিবার রাতে থমাস তুচেলের টিম ইপিএলের ম্যাচে ৩-১ হারিয়েছে নরউইচ সিটিকে। তবে ফুটবলার মহলে একটা আশঙ্কা যে ঢুকে গিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাঁদের মাইনে পাওয়া নিয়ে চাপ বাড়ছে। তা কি ভাবে মেটানো যাবে, ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। দুটো টিমের ফুটবলার এবং কোচদের ভবিষ্যতের উপরেও বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে।
চেলসি বিক্রি করা যাবে?
উত্তর: আপাতত চেলসি বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইংল্যান্ড সরকার দ্রুত এ নিয়ে একটি লাইসেন্স জারি করবে। তাতে বলা থাকবে, চেলসি কিনতে হলে কী করতে হবে। গত সপ্তাহেই আমেরিকান ইনভেস্টমেন্ট ফার্ম রাইন গ্রুপের সঙ্গে কার্যত পাকা কথা সেরে ফেলেছিলেন আব্রাহামোভিচ। ৩ বিলিয়ন পাউন্ড দাম রাখা হয়েছিল চেলসির। আর সেই অর্থ রাশিয়ান ব্যবসায়ী যুদ্ধবিধ্বস্তদের দেওয়ার কথা ঘোষণাও করেছিলেন। কিন্তু এই পরিস্থিতিতে চেলসির দাম পড়তে পারে বলে আশঙ্কা। ইংল্যান্ড সরকার চেলসিতে দ্রুত স্থিতবস্থা ফেরাতে চায়। তাই ক্লাব বিক্রির প্রক্রিয়া দ্রুত শেষ করার সরকারি আশ্বাসও দেওয়া হয়েছে।
অ্যাওয়ে ম্যাচ খেলতে পারবে চেলসি?
উত্তর: চেলসি ধারে ডুবে রয়েছে। ক্লাব পরিচালন সমিতির ১.৫ বিলিয়ন পাউন্ড দেনা রয়েছে আব্রাহামোভিচের কাছে। তা যে শোধ করতে হবে না, রাশিয়ান ব্যবসায়ী আগেই জানিয়ে দিয়েছেন। তাতে আর্থিক দুরাবস্থা কাটছে না। চেলসির উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা ইংল্যান্ড সরকার ক্লাবের জন্য ম্যাচ প্রতি ২০ হাজার পাউন্ড বরাদ্দ করা হয়েছে। কিন্তু বাইরের ম্যাচ খেলার জন্য ওই অর্থ একেবারেই কম। যা নিয়ে চাপে রয়েছে পরিচালন সমিতি।
চেলসি নিয়ে স্পনসরদের সিদ্ধান্ত কী?
উত্তর: আব্রাহামোভিচকে নির্বাসিত করার এক ঘণ্টার মধ্যে দুটো বড় স্পনসর সরে গিয়েছে চেলসি থেকে। প্রধান জার্সি স্পনসর, মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার থ্রি খারিজ করে দিয়েছে তাদের চুক্তি। বাকি স্পনসররা কী সিদ্ধান্ত নেয়, সে দিকে তাকিয়ে রয়েছে ক্লাব।
ক্লাবে কি সরকারি পর্যবেক্ষক নিয়োগ হতে পারে?
উত্তর: সে সম্ভাবনা ক্রমশ বাড়ছে। ফুটবলারদের মাইনে সহ নানা খরচ ধরলে প্রতি মাসে চেলসির খরচ ২৮ মিলিয়ন পাউন্ড। ২০২১ সালে চেলসির ব্যাঙ্কে মাত্র ১৬ মিলিয়ন পাউন্ড ছিল। ঘাটতি মেটানোর দায়িত্ব নিয়েছিলেন আব্রাহামোভিচ। সেই তিনিই সরে যাওয়ার পর চেলসির আর্থিক অবস্থা কেমন, তা পরিষ্কার নয়। তবে বলা হচ্ছে, আব্রাহামোভিচ তাঁর দেনা মুকুব করে দিলেও চেলসির আর্থিক অবস্থা ভালো নয়। এই জটিল পরিস্থিতি কাটানোর জন্য সরকারি হস্তক্ষেপ আসন্ন।