Cristiano Ronaldo: রোনাল্ডোকে সর্বদা চোখে চোখে রাখছেন এই ফাইটার

Cristiano Ronaldo Bodyguard: সঙ্গে সার্জিও আর জর্জ রামালহেইরোও রোনাল্ডোর নিরাপত্তার দায়িত্বে আছেন। এই যমজ ভাইয়ের পর্তুগালের পুলিশ বিভাগে কাজ করার অভিজ্ঞতা আছে। উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের দেখভালের দায়িত্বে ছিলেন তাঁরা। এছাড়া সেনা দফতরে কাজ করার অভিজ্ঞতাও আছে এই যমজ ভাইয়ের।

Cristiano Ronaldo: রোনাল্ডোকে সর্বদা চোখে চোখে রাখছেন এই ফাইটার
Image Credit source: Instagram
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 9:30 AM

রিয়াধ : বিশাল সম্পত্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও তাঁর সুবিশাল লাইমলাইট। হাজার ফ্লাশ বাল্বের আলো তাঁর দিকে তাক করে থাকে। বিশাল পরিমাণ অর্থ দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সৌদি আরবের লিগে নিয়ে এসেছে আল নাসের। সৌদি প্রো লিগে এখনও মাঠে নামা হয়নি সিআর সেভেনের। তবে একলাফে বেড়ে গিয়েছে আল নাসেরের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্য়া। রোনাল্ডোর দৌলতেই এক কোটি ছুঁয়েছে আল নাসেরের ইনস্টা ফলোয়ারের সংখ্যা। স্বাভাবিক ভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকাকে বডিগার্ড নিয়েই ঘুরতে হয়। কিন্তু সিআর সেভেনের সেই বডিগার্ড কে? কোন ব্যক্তি আগলে রাখছেন পর্তুগিজ সুপারস্টারকে? চলুন পরিচয় করে নেওয়া যাক সেই ব্যক্তির সঙ্গে। বিস্তারিত TV9Bangla-য়।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বডিগার্ডের নাম গনসালো সালগাদো। প্রাক্তন মিক্সড মার্শাল আর্টস ফাইটারের জন্মও পর্তুগালে। রাজধানী লিসবনে জন্মেছেন তিনি। সেই সালগাদোই সর্বদা চোখে চোখে রাখেন রোনাল্ডোকে। পেশাদার কেরিয়ারে হেভিওয়েট ডিভিশনে খেলেছেন সালগাদো। যেখানে ৭ বার জিতেছেন। হেরেছেন মাত্র ২টোতে।

কেরিয়ারের প্রথম পাঁচ বাউটেই জয় পান সালগাদো। ২০০৭ সালে জিলোং ঝাউয়ের কাছে প্রথম বার হারেন এই ফাইটার। তবে এরপরও জয়ের সরণিতে ফিরে আসেন। ২০১১ সালে আর্সেন আব্দুলকেরিমোভের কাছে হেরে ২০১৪ সালে কেরিয়ার শেষ করেন।

এরপরই নিরাপত্তারক্ষার কাজ শুরু করেন সালগাদো। অনেক ধনী মানুষেরই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন তিনি। সেই সালগাদোই এখন রোনাল্ডোর নিরাপত্তারক্ষার দায়িত্বে।

সালগাদো একাই নন। তাঁর সঙ্গে সার্জিও আর জর্জ রামালহেইরোও রোনাল্ডোর নিরাপত্তার দায়িত্বে আছেন। এই যমজ ভাইয়ের পর্তুগালের পুলিশ বিভাগে কাজ করার অভিজ্ঞতা আছে। উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের দেখভালের দায়িত্বে ছিলেন তাঁরা। এছাড়া সেনা দফতরে কাজ করার অভিজ্ঞতাও আছে এই যমজ ভাইয়ের।