AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arsenal: এনকেতিয়ার জোড়া গোলে জয়, এফএ কাপে ম্যান সিটির মুখে আর্সেনাল

FA Cup : এফএ কাপের তৃতীয় রাউন্ডে সহজ জয়। অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-০ ব্য়বধানে হারাল আর্সেনাল। চতুর্থ রাউন্ডে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলবে আর্সেনাল। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে আর্সেনাল। চতুর্থ রাউন্ডে রুদ্ধশ্বাস একটা ম্যাচ হতে চলেছে। এ বিষয়ে সন্দেহ নেই।

| Edited By: | Updated on: Jan 10, 2023 | 7:00 AM
Share
 এফএ কাপের তৃতীয় রাউন্ডে সহজ জয়। অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-০ ব্য়বধানে হারাল আর্সেনাল। চতুর্থ রাউন্ডে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলবে আর্সেনাল। (ছবি: টুইটার)

এফএ কাপের তৃতীয় রাউন্ডে সহজ জয়। অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-০ ব্য়বধানে হারাল আর্সেনাল। চতুর্থ রাউন্ডে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলবে আর্সেনাল। (ছবি: টুইটার)

1 / 7
প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে আর্সেনাল। চতুর্থ রাউন্ডে রুদ্ধশ্বাস একটা ম্যাচ হতে চলেছে। এ বিষয়ে সন্দেহ নেই। (ছবি: টুইটার)

প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে আর্সেনাল। চতুর্থ রাউন্ডে রুদ্ধশ্বাস একটা ম্যাচ হতে চলেছে। এ বিষয়ে সন্দেহ নেই। (ছবি: টুইটার)

2 / 7
অক্সফোর্ড ইউনাইটেডের বিরুদ্ধে পূর্ণ শক্তির প্রথম একাদশ নামায়নি আর্সেনাল। খাতায় কলমে অনেকটা পিছিয়ে থাকা অক্সফোর্ডের বিরুদ্ধে গোলের মুখ খুলতে পারছিল না আর্সেনাল। (ছবি: টুইটার)

অক্সফোর্ড ইউনাইটেডের বিরুদ্ধে পূর্ণ শক্তির প্রথম একাদশ নামায়নি আর্সেনাল। খাতায় কলমে অনেকটা পিছিয়ে থাকা অক্সফোর্ডের বিরুদ্ধে গোলের মুখ খুলতে পারছিল না আর্সেনাল। (ছবি: টুইটার)

3 / 7
প্রথমার্ধ গোলশূন্যই শেষ হয়। আর্সেনালের হতাশা বাড়ছিল ক্রমশ। দ্বিতীয়ার্ধে তিন গোল। তাও মাত্র ১৩ মিনিটের ব্য়বধানে। জোড়া গোল এডি এনকেতিয়ার। (ছবি: টুইটার)

প্রথমার্ধ গোলশূন্যই শেষ হয়। আর্সেনালের হতাশা বাড়ছিল ক্রমশ। দ্বিতীয়ার্ধে তিন গোল। তাও মাত্র ১৩ মিনিটের ব্য়বধানে। জোড়া গোল এডি এনকেতিয়ার। (ছবি: টুইটার)

4 / 7
ম্য়াচের ৬৩ মিনিটে আর্সেনালের গোলের খাতা খোলেন মহম্মদ এলনেনি। প্রথম গোলে ভূমিকা একটা ফ্রি-কিক। ভিয়েরার ফ্রি-কিকে অনবদ্য হেডারে গোল মহম্মদ এলনেনির। (ছবি: এএফপি)

ম্য়াচের ৬৩ মিনিটে আর্সেনালের গোলের খাতা খোলেন মহম্মদ এলনেনি। প্রথম গোলে ভূমিকা একটা ফ্রি-কিক। ভিয়েরার ফ্রি-কিকে অনবদ্য হেডারে গোল মহম্মদ এলনেনির। (ছবি: এএফপি)

5 / 7
দ্বিতীয় গোলের ক্ষেত্রেও ভূমিকা নিলেন ভিয়েরার। প্রায় মাঝ মাঠে বল ধরেন ভিয়েরা। তাঁর থ্রু পাস ধরে গোল করতে কোনও ভুল করেননি আর্সেনাল স্ট্রাইকাপ এডি এনকেতিয়া। দ্বিতীয় গোলের পরই অবশ্য় বুকোয়া সাকাকো তুলে নেন আর্সেনাল মিকেল আর্তেতা। (ছবি: এএফপি)

দ্বিতীয় গোলের ক্ষেত্রেও ভূমিকা নিলেন ভিয়েরার। প্রায় মাঝ মাঠে বল ধরেন ভিয়েরা। তাঁর থ্রু পাস ধরে গোল করতে কোনও ভুল করেননি আর্সেনাল স্ট্রাইকাপ এডি এনকেতিয়া। দ্বিতীয় গোলের পরই অবশ্য় বুকোয়া সাকাকো তুলে নেন আর্সেনাল মিকেল আর্তেতা। (ছবি: এএফপি)

6 / 7
আর্সেনালের দ্বিতীয় গোলের ছ মিনিটের মধ্যেই দলের তৃতীয় এবং এনকেতিয়ার দ্বিতীয় গোল। গ্য়াব্রিলে মার্তিনেলির পাস থেকে স্কোর লাইন ৩-০ করেন এনকেতিয়া। পরের সপ্তাহেই চতুর্থ রাউন্ডে ম্য়ান সিটি বনাম আর্সেনাল। (ছবি: টুইটার)

আর্সেনালের দ্বিতীয় গোলের ছ মিনিটের মধ্যেই দলের তৃতীয় এবং এনকেতিয়ার দ্বিতীয় গোল। গ্য়াব্রিলে মার্তিনেলির পাস থেকে স্কোর লাইন ৩-০ করেন এনকেতিয়া। পরের সপ্তাহেই চতুর্থ রাউন্ডে ম্য়ান সিটি বনাম আর্সেনাল। (ছবি: টুইটার)

7 / 7