দোহা : কাতার বিশ্বকাপ ২০২২ পৌঁছেছে তার অন্তিম পর্যায়ে। আজ লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও এমবাপের ফ্রান্স। এক এমন বিশ্বকাপ, যা সমস্ত আশা ছাপিয়ে পৌঁছেছে অনন্য় এক পর্যায়ে। লিওনেল মেসির কাছে সুযোগ রয়েছে ট্রফি জিতে দিয়েগো মারাদোনার অমরত্বকে ছোঁয়ার। অন্য দিকে, গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৯৬২ সালে ব্রাজিলের পর ফ্রান্স হতে পারে টানা দু-বার বিশ্বকাপ জয়ী দেশ।
কাতার বিশ্বকাপ প্রথম থেকেই জল্পনাময়। যেখানে শুরু থেকেই উথাল পাতাল বিতর্ক। বিশ্ব জুড়ে অনেক নেতিবাচক মন্তব্য করা হয়েছে এই বিশ্বকাপ ঘিরে। আয়োজক দেশ হিসেবে কাতার হয়েছে অনেক প্রশ্নের সম্মুখীন। কিন্তু ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মতে, এই বিশ্বকাপ উপহার দিয়েছে অনেক অবিশ্বাস্য মুহূর্ত। একদিকে যেমন মেসি, রোনাল্ডো, নেইমার এবং এমবাপেদের মতো জনপ্রিয়রা ছিলেন। তেমনই স্মরণীয় পারফরম্য়ান্সে শিরোনামে উঠে এসেছে সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া ও মরক্কোর মতো দেশগুলি।
এ বারের বিশ্বকাপের চমক হিসেবে অবশ্যই থাকছে মরক্কোর অনবদ্য পারফরম্য়ান্স। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেওয়া মরক্কো চতুর্থ স্থানে শেষ করল। গ্রুপ পর্বে বেলজিয়াম, শেষ ষোলোতে স্পেন এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মতো দলকে হারিয়েছে তারা। বেশ কিছু অঘটনও দেখেছে এ বারের বিশ্বকাপ। আর্জেন্টিনার প্রথম ম্য়াচই ধরা যাক। ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা। মেসির পেনাল্টি গোলে এগিয়ে যাওয়া। তাদের বিরুদ্ধে ২-১ গোলের ঐতিহাসিক জয় সৌদি আরবের। হতবাক করে দিয়েছিল গোটা ফুটবল জগৎকে। এশিয় শক্তি জাপানের পারফরম্যান্সও নতুন দিগন্ত দেখিয়েছে। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে পড়া। সেখান থেকে জার্মানিকে ২-১ গোলে হারায় জাপান।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এ বিষয়ে জানান যে, এ বারের বিশ্বকাপে সব থেকে দুর্দান্ত ছিল প্রথম পর্বের প্রতিযোগিতা। বেশ কিছু নজর কাড়া পারফরম্যান্স। এই প্রথম বার বিশ্বকাপের শেষ ষোলোতে দেখা গিয়েছে বিশ্বের প্রত্যেকটি মহাদেশ থেকে অন্তত একটি করে দেশ। এ ছাড়াও চোখে জল আনা কিছু মুহূর্তের সাক্ষী থেকেছে এ বারের বিশ্বকাপ। শেষ বিশ্বকাপ খেলতে নামা রোনাল্ডো, দানি আলভেস, লুকা মদ্রিচ, থমাস মুলার, লুই সুয়ারেজ, পেপে ও কাভানির মতো মহাতারকাদের বিদায় জানিয়েছে বিশ্বকাপের মঞ্চ। কিছু রেকর্ডও দেখা গিয়েছে। প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচটি বিশ্বকাপে গোলের নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্য দিকে, ফাইনালে লিওনেল মেসি নজির গড়তে চলেছেন। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির রয়েছে লোথার ম্যাথাউজের। তাঁকে স্পর্শ করেছেন মেসি। ফাইনালে তাঁকে ছাপিয়ে যাবেন। রয়েছে কিছু বিতর্কিত, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবাদ। সব মিলিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া উৎসবের শুরু এবং মাঝে যতই বিতর্ক থাক। খেলার মাঠের সাফল্য সব বিতর্ক ঢেকে দিয়েছে।
বিশ্বকাপের মেগা ফাইনাল। লুসেইল স্টেডিয়াম ভাগ হয়ে যাবে দু-ভাগে। এক দিকে ফ্রান্সের সমর্থকরা এবং অন্য দিকে নীল সাদা আর্জেন্টাইন শিবির। এই নিয়ে বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয়বারের জন্য এলএম টেন। সর্বকালের সেরা তিনি অবশ্যই। তবে শ্রেষ্টত্বের মাপকাঠি যদি বিশ্বকাপ জয় হয়, এই শেষ সুযোগ মেসির সামনে। এই একটা জয় তাঁর কেরিয়ারে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। অন্য দিকে মাত্র ২৩ বছর বয়সে দ্বিতীয় বার বিশ্বকাপের অপেক্ষায় কিলিয়ান এমবাপে। শেষ বাজি কার, অপেক্ষায় ফুটবল বিশ্ব।