Emi Martinez: তিলোত্তমায় পৌঁছলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এমি মার্টিনেজ

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 03, 2023 | 6:54 PM

Emi Martinez at Kolkata: কিছুক্ষণ আগেই পৌঁছলেন আর্জেন্টিনার সদ্য বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ জয়ের সাত মাসের মধ্যেই শহরে গোল্ডেন গ্লাভসজয়ী গোলকিপার।

Emi Martinez: তিলোত্তমায় পৌঁছলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এমি মার্টিনেজ
Image Credit source: OWN Photograph

Follow Us

অপেক্ষার অবসান। তিলোত্তমায় পা রাখলেন এমি মার্টিনেজ। লিওনেল মেসি- দিয়েগো মারাদোনার পর শহরে আরও এক আর্জেন্টাইন তারকা। বাংলাদেশ সফরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বিকেলে পৌঁছেন কলকাতায়। বিশ্বকাপ জয়ের সাত মাসের মধ্যেই শহরে গোল্ডেন গ্লাভসজয়ী গোলকিপার। স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কলকাতা বিমানবন্দরের বাইরে বহু আগে থেকেই মার্টিনেজের অপেক্ষায় ছিলেন ভক্তরা। ইন্টারন্যাশনাল অ্যারাইভাল গেট দিয়ে নিরাপত্তারক্ষীরা বেরোতে শুরু করতেই চিৎকারে কান পাতা দায়। ততক্ষণে সবাই আঁচ করে ফেলেছেন, এ বার দেখা মিলবে এমিলিয়ানো মার্টিনেজের। আর্জেন্টিনা গোলরক্ষকের ডাক নামে ‘ডিবু…ডিবু…’ গর্জন উঠল। গলায় সবুজ মেরুন উত্তরীয়। বেরিয়ে আসেন ডিবু। বাইরে এত ভক্ত তাঁর অপেক্ষায়, প্রাথমিক ভাবে যেন বিশ্বাসই হচ্ছিল না। দু-হাত নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিবুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং অনেকেই। আগামী কাল মোহনবাগানে পা রাখবেন এমিলিয়ানো। বিমানবন্দরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আপনারাও দেখেছেন ওর গলায় মোহনবাগানের উত্তরীয়। আমি নিশ্চিত ও মোহনবাগান ক্লাব নিয়ে যথেষ্ঠ পড়াশুনা করে এসেছে। আমাকে বলেছে- কাল আপনাদের ক্লাবে যাব, এটা ভেবে আমি খুবই উত্তেজিত এবং আমি এটাও জানি এটা ভারতবর্ষের জাতীয় ক্লাব।’

প্রায় তিন দিনের কলকাতা সফরে ঠাসা সূচি রয়েছে এমিলিয়ানো মার্টিনেজের। তাঁর মধ্যে অবশ্য কোনও ক্লান্তি নেই। হাসি মুখেই বেরোলেন। ভক্তদের প্রবল চিৎকারের মাঝেই সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই উত্তেজিত। দুর্দান্ত অনুভূতি হচ্ছে।’ তাঁর সব কথা পরিষ্কার শোনা যাচ্ছিল না। সেটা নিজেও বুঝলেন। তাই নিজেও যতটা সম্ভব জোরে জবাব দেওয়ার চেষ্টা করলেন। আরও যোগ করলেন, ‘কলকাতায় আসতে পেরে খুবই ভালো লাগছে।’

Next Article