কলকাতা : তিলোত্তমায় পা রেখেছিলেন পেলে, মারাদোনা, লিওনেল মেসির মতো তারকারা। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতারে কেরামতি দেখিয়েছেন লিওনেল মেসি। কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসির প্রতি বাড়তি আবেগ রয়েছে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের নেতৃত্বের অভিষেক হয়েছিল এই কলকাতাতেই। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে খেলতে দেখার সেই মুহূর্ত অনেকের কাছে অমলীন স্মৃতি হিসেবে থাকবে। কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আরও একটা সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে। এ বার কলকাতায় আসছেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এটুকু হয়তো নতুন খবর নয়। TV9Bangla Sports-এও এই খবর প্রকাশিত হয়েছে। এমিলিয়ানো মার্টিনেজের কলকাতা সফরে এ বার আরও নানা চমক থাকছে। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
জুনেই কলকাতায় আসার কথা এমিলিয়ানো মার্টিনেজের। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে টিম গেম অবশ্যই রয়েছে। কিন্তু লিওনেল মেসি কিংবা বাকি সতীর্থরাও এক বাক্যে স্বীকার করে নেবেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ভূমিকা অনেক অনেক বেশি। টুর্নামেন্ট জুড়েই ভরসা দেওয়া, ফাইনালে তাঁর সেভ, টাইব্রেকারে অনবদ্য গোলকিপিং। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার তাঁকে ছাড়া অন্য কাউকে ভাবাই যায়নি। সেই এমি মার্টিনেজ কলকাতায় আসছেন সকলের প্রিয় দিদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য নিজের সই করা বিশেষ জার্সি উপহার নিয়ে। সুযোগ পেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান আর্জেন্টিনার এই গোলরক্ষক। এমিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, কলকাতায় আসার জন্য মুখিয়ে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
কলকাতায় যেমন খালি হাতে আসছেন না, তেমনই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতেও কার্পণ্য করবেন না। শতদ্রু দত্তর মাধ্যমে এমি আরও জানিয়েছেন, কলকাতায় চ্যারিটি ফান্ড করা, সমর্থকদের সঙ্গে মেশা, বাচ্চাদের নিয়ে ফুটবল ক্লিনিক এমন অনেক ভাবনাই রয়েছে। একটি চ্যারিটি ম্যাচও খেলবেন এমিলিয়ানো। মোহনবাগান মাঠে ম্যাচ করানোরই পরিকল্পনা রয়েছে এখনও অবধি। আরও নানা পরিকল্পনা তৈরি হচ্ছে। খুব শীঘ্রই আরও বিস্তারিত জানা যাবে।