AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diogo Jota Died: ১০ দিন আগে বিয়ে, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু রোনাল্ডোর সতীর্থ দিয়োগো জোটার

World Football News: দীর্ঘদিনের পার্টনার রুট কার্ডোসোর সঙ্গে ২২ জুন বিয়ে করেছেন জোটা। স্পেনের জামোরার ঘটেছে ওই দুর্ঘটনা। স্থানীয় পুলিশের খবর অনুযায়ী, গতকাল গভীর রাতে ঘটেছে এই দুর্ঘটনা। জোটা ও আন্দ্রে একটি ল্যামবর্গিনি করে যাচ্ছিলেন।

Diogo Jota Died: ১০ দিন আগে বিয়ে, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু রোনাল্ডোর সতীর্থ দিয়োগো জোটার
Image Credit: Andrew Powell/Liverpool FC via Getty Images
| Edited By: | Updated on: Jul 03, 2025 | 3:59 PM
Share

কলকাতা: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোটা। ২৮ বছরের ফুটবলারই শুধু নন, মারা গিয়েছেন তাঁর ভাই আন্দ্রে ফিলিপেও। জোটা পর্তুগাল টিমের অন্যতম সদস্য। কিছুদিন আগে নেশন্স লিগ জয়ী দলেরও সদস্য। জোটা অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া বিশ্ব ফুটবলে।

দীর্ঘদিনের পার্টনার রুট কার্ডোসোর সঙ্গে ২২ জুন বিয়ে করেছেন জোটা। স্পেনের জামোরার ঘটেছে ওই দুর্ঘটনা। স্থানীয় পুলিশের খবর অনুযায়ী, গতকাল গভীর রাতে ঘটেছে এই দুর্ঘটনা। জোটা ও আন্দ্রে একটি ল্যামবর্গিনি করে যাচ্ছিলেন। হঠাৎই টায়ার বাস্ট করে। তাতেই হয় দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে গাড়িয়ে আগুন ধরে যায়। তাতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান দুই ভাই।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পেদ্রো প্রোয়েঙ্কা বলেছেন, ‘জোটা আর আন্দ্রের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুতে সারা দেশের ফুটবল মহল গভীর শোকে আচ্ছন্ন। দেশের হয়ে ৫০টাও বেশি ম্যাচ খেলেছে। দুরন্ত ফুটবলার। টিমমেটদের কাছে ভালোবাসার মানুষ ছিল। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।’

২০১৬ সালে আতলেতিকো মাদ্রিদ সই করায় তাঁকে। তবে সিনিয়র দলের হয়ে খেলা হয়নি। পোর্তোতে খেলেছেন লোনে। ২০২০ সালে লিভারপুলে যোগ দেন জোটা। সেখান থেকেই উত্থান হয় জোটার। তারপর থেকে ক্লাবের হয়ে খেলেছেন ১৮২টা ম্যাচ। অ্যাটাকিং ফরোয়ার্ড করেছেন ৬৫টা গোল। সঙ্গে ২৬টা গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। লিভারপুলের হয়ে জিতেছেন তিনটে ট্রফিও। ২৮ বছর বয়সে মারা গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ। সিআর সেভেনের উত্তরসূরি হিসেবে দেখা হত জোটাকে।