Hockey India: প্রথম বার দেশের মাটিতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 19, 2023 | 5:54 PM

Hockey: ১৬ বছর পর চেন্নাইয়ে দেখা যাবে আন্তর্জাতিক হকি ম্যাচ। প্রথম বার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy Hockey)

Hockey India: প্রথম বার দেশের মাটিতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি
প্রথম বার দেশের মাটিতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই: প্রথম বার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy Hockey)। এ বছরই দেশের মাটিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ১৬ বছর পর চেন্নাইয়ে দেখা যাবে আন্তর্জাতিক হকি ম্যাচ। ২০০৭ সালে শেষ বার এশিয়া কাপের ম্যাচ অনুষ্ঠিত হয় চেন্নাইয়ে। মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে কোরিয়াকে ৭-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। এ বছর ৩ অগস্ট থেকে শুরু হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ১২ অগস্ট পর্যন্ত। ২০১১ সালে প্রথম বার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এরপরই সেপ্টেম্বরে চিনের হাংঝৌতে অনুষ্ঠিত হবে হকি এশিয়ান গেমস। তিন বারের চ্যাম্পিয়ন পাকিস্তান আর চিন খেলবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports এর এই প্রতিবদেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের এমন টুর্নামেন্ট আয়োজনের ফলে দক্ষিণের শহরগুলোতে অনেক উন্নতি হবে। বিশেষ করে এখানকার খেলাধূলায় আরও উৎসাহ বাড়বে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে গর্বের ব্যাপার। অতীতে দক্ষিণ ভারতের হকি আঁতুরঘর ছিল চেন্নাই। অনেক ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট এর আগে এখানে হয়েছে। আমি বিশ্বাস করি, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ফলে আমাদের খেলাধূলার আরও উন্নতি হবে। এমনকি আগামী প্রজন্মও হকিকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার জন্য আগ্রহ দেখাবে।’

উদ্যোক্তারা জানান,পাকিস্তান আর চিনকে টুর্নামেন্টে দেখা যাবে কিনা তা ২৫ এপ্রিলের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। পাকিস্তান অংশ নিলে নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা হবে। গত বারের চ্যাম্পিয়ন দঃ কোরিয়া, মালয়েশিয়া আর জাপান অংশ নেবে টুর্নামেন্টে। তিন বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ২০১১ সালে প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হয় ভারতীয় হকি দল। ২০১৬ সালে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয়। ২০১৮ সালে পাকিস্তানের সঙ্গে যুগ্মচ্যাম্পিয়ন হয় ভারত।

হকি সচিব ভোলানাথ সিং বলেন, ‘গত কয়েক বছরে ওড়িশায় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমরা চাইছি, হকিকে অন্য রাজ্যেও ছড়িয়ে দিতে। হকিতে তামিলনাড়ুর একটা গৌরব অধ্যায় রয়েছে। আশা রাখি, টুর্নামেন্টটা সফল ভাবে শেষ করব।’

Next Article