Magnus Carlsen: কার্লসেনের পায়ে হাত দিয়ে প্রণাম ভারতীয়র, বিশ্বসেরা দাবাড়ুর রিঅ্যাকশন ভাইরাল

Nov 18, 2024 | 12:38 PM

Watch Video: অল ইন্ডিয়া উইমেন্স ব়্যাপিড ইভেন্টে (ইভেন্ট-বি) চ্যাম্পিয়ন হয়েছেন বছর ২০-র বৃষ্টি। তাঁকে পুরস্কার তুলে দেন কার্লসেন। সেই সময় বৃষ্টি পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিশ্বের এক নম্বর দাবাড়ুকে। তারপর কী করেছেন কার্লসেন?

Magnus Carlsen: কার্লসেনের পায়ে হাত দিয়ে প্রণাম ভারতীয়র, বিশ্বসেরা দাবাড়ুর রিঅ্যাকশন ভাইরাল
Magnus Carlsen: কার্লসেনের পায়ে হাত দিয়ে প্রণাম ভারতীয়র, বিশ্বসেরা দাবাড়ুর রিঅ্যাকশন ভাইরাল
Image Credit source: X Screengrab

Follow Us

কলকাতা: তিলোত্তমা মেতেছিল ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen) ম্যাজিকে। টাটা স্টিল দাবা প্রতিযোগিতা থেকে জোড়া ট্রফি নিয়ে নরওয়ে ফিরবেন বিশ্বের এক নম্বর দাবাড়ু। শুক্রবার ব়্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লসেন। দিনদুয়েক পর ব্লিৎজেও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। কার্লসেনের মতো কিংবদন্তিকে সামনে পেয়ে ভারতের অল্পবয়সী দাবাড়ুরা উচ্ছ্বসিত হয়েছেন। তারই ছাপ দেখা গিয়েছে ভারতীয় দাবাড়ু বৃষ্টি মুখোপাধ্যায়ের এক আচরণে। অল ইন্ডিয়া উইমেন্স ব়্যাপিড ইভেন্টে (ইভেন্ট-বি) চ্যাম্পিয়ন হয়েছেন বছর ২০-র বৃষ্টি। তাঁকে পুরস্কার তুলে দেন কার্লসেন। সেই সময় বৃষ্টি পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিশ্বের এক নম্বর দাবাড়ুকে। তারপর কী করেছেন কার্লসেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

ভারতীয় সংস্কৃতির মধ্যেই পড়ে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম। টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় অল ইন্ডিয়া উইমেন্স ব়্যাপিড ইভেন্টে (ইভেন্ট-বি) চ্যাম্পিয়ন বৃষ্টিতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে হাজির ছিলেন ম্যাগনাস কার্লসেন। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চে ওঠার পর বৃষ্টি প্রথমেই প্রণাম করেন ভারতীয় কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে। এরপর তিনি এগিয়ে যান ম্যাগনাস কার্লসেনের দিকে। ট্রফি হাতে দাঁড়িয়ে ছিলেন নরওয়ের তারকা। বৃষ্টি তাঁর সামনে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেন কার্লসেনকে। তিনি চমকে গেলেও সঙ্গে সঙ্গে একগাল হেসে ওঠেন। বৃষ্টির হাতে এরপর তিনি ট্রফি তুলে দেওয়ার পর রীতিমতো ব্লাশ করতে থাকেন।

ধনধান্য অডিটোরিয়ামে ম্যাগনাস কার্লসেনকে দেখার জন্য দাবা প্রেমীদের ভিড় উপচে পড়েছিল। টুর্নামেন্ট শেষে অডিটোরিয়াম ছাড়ার সময় কার্লসেন তাঁর সকল অনুরাগীদের বিদায় জানান।

 

Next Article