Samir Banerjee: জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন প্রবাসী বাঙালি সমীর বন্দোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 11, 2021 | 8:17 PM

দীর্ঘদিন পর কোনও ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার আবার উইম্বলডনের জুনিয়র পর্যায়ে সাফল্য পেলেন। ম্যাচের প্রথম থেকেই মার্কিন প্রতিপক্ষ ভিক্টরকে চাপে রেখেছিলেন ১৭ বছরের সমীর।

Samir Banerjee: জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন প্রবাসী বাঙালি সমীর বন্দোপাধ্যায়
Samir Banerjee: জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন প্রবাসী বাঙালি সমীর বন্দোপাধ্যায় (সৌজন্যে-টুইটার)

Follow Us

লন্ডন: জুনিয়র উইম্বলডন (Wimbledon) চ্যাম্পিয়ন হলেন ১৭ বছরের প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায় (Samir Banerjee)। জুনিয়রদের সিঙ্গলস ফাইনালে ভিক্টর লিলভকে (Victor Lilov) ৭-৫, ৬-৩ ব্যবধানে হারালেন ভারতীয় বংশোদ্ভূত সমীর। পুরো টুর্নামেন্ট জুড়েই জুনিয়র সিঙ্গলসে বেশ ভালো ফর্মে ছিলেন সমীর।

সমীরের সাফল্য মনে পড়িয়ে দিচ্ছে লিয়েন্ডার পেজকে। ১৯৯০ সালে জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন কলকাতার ছেলে। পরের বছর জুনিয়র ইউএস ওপেন জিতেছিলেন লি। তাঁর আগে অবশ্য এই কৃতিত্ব অর্জন করেছেন রমেশ কৃষ্ণণ। ১৯৯০ সালে জুনিয়র পর্যায়ে ফরাসি ওপেন ও উইম্বলডন জিতেছিলেন তিনি। ১৯৫৪ সালে রামানাথন কৃষ্ণণ জুনিয়র উইম্বলডন জিতেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত এই ছেলেকে এখনই ভবিষ্যতের তারকা হিসেবে দেখা শুরু করে দিয়েছে দর্শকরা।

আমেরিকার নিউ জার্সির বাস্কিং রিঙের বাসিন্দা সমীর বন্দ্যোপাধ্যায়। আসামের ডিব্রুগড়ে বাড়ি ছিল সমীরদের। ১৯৮৯ সালে তাঁর বাবা কুণাল বন্দ্যোপাধ্যায় চলে যান আমেরিকায়। শুধু টেনিসই নয়, পড়াশোনাতেও দারুণ সফল তিনি। দীর্ঘদিন পর কোনও ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার আবার উইম্বলডনের জুনিয়র পর্যায়ে সাফল্য পেলেন। ম্যাচের প্রথম থেকেই মার্কিন প্রতিপক্ষ ভিক্টরকে চাপে রেখেছিলেন ১৭ বছরের সমীর। নিজের সার্ভিস ধরে রেখে প্রথম সেটে ৭-৫ ব্যবধানে ভিক্টরকে হারান সমীর। প্রথম সেটে ভিক্টর খানিকটা ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। দ্বিতীয় সেটে ভিক্টরকে দাঁড়াতেই দেয়নি সমীর। নিজের সার্ভিস ধরে রেখে ৬-৩ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় বংশোদ্ভূত সমীর।

আরও পড়ুন: Wimbledon 2021 Final: ৪১ বছর পর উইম্বলডনে ইতিহাস বার্টির

Next Article