জাপানে জরুরীকালীন অবস্থার মেয়াদ বাড়তে চলেছে

May 28, 2021 | 9:30 AM

টোকিওতে জরুরীকালীন অবস্থা জারি থাকলেও, গেমসের আয়োজকরা এখনও বলেই চলেছেন, নির্ধারিত সময়ে করোনাবিধি মেনেই হবে টোকিও অলিম্পিক।

জাপানে জরুরীকালীন অবস্থার মেয়াদ বাড়তে চলেছে
সৌজন্যে-টুইটার

Follow Us

টোকিও: করোনা (COVID-19) আবহে বাতিল হোক অলিম্পিক (Olympics)। এই মত শোনা গেছে জাপানের (Japan) অধিকাংশ বাসিন্দাদের মুখে। শুধু তাই নয়, সেখানকার চিকিৎসকরাও এই দাবি তুলেছেন। জাপানের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। দিন দিন সেখানে করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মক হারে বাড়ছে। মৃতের সংখ্যাটাও নেহাত কম নয়। যা সেখানকার প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই অবস্থায়, জাপান সরকার দেশে জরুরীকালীন অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ, শুক্রবার ক্যাবিনেট মন্ত্রী জানিয়েছেন, টোকিও ও আশেপাশের অঞ্চলে তিন সপ্তাহ, অর্থাৎ ২০ জুন পর্যন্ত জরুরীকালীন অবস্থার মেয়াদ বাড়ানো হবে।

ওসাকা (Osaka) ও টোকিওকে (Tokyo) করোনা সংক্রমনের হার দ্রুত বাড়ছে। জাপানের অর্থমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, “ওসাকা ও টোকিওতে করোনার চতুর্থ ঢেউয়ে মানুষ বেশি বিপর্যস্ত হচ্ছে। তাই সেখানে সংক্রমণের হার আরও বেশি হওয়ার আশঙ্কা হচ্ছে।”

টোকিওতে জরুরীকালীন অবস্থা জারি থাকলেও, গেমসের আয়োজকরা এখনও বলেই চলেছেন, নির্ধারিত সময়ে করোনাবিধি মেনেই হবে টোকিও অলিম্পিক। টোকিও অধিকাংশ মানুষ এখনও টিকা পাননি। গেমস এগিয়ে এলেও, সেখানে ধীর গতিতে চলছে টিকাকরণ। এরই মাঝে আজ, শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সরকারিভাবে জাপানের জরুরীকালীন অবস্থার মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করবেন।

আরও পড়ুন: এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে মেরি

Next Article