Euro 2020: করোনার কামড়ে ইউরো থেকে ছিটকে গেলেন জোয়াও কান্সেলো

Jun 13, 2021 | 4:34 PM

উয়েফার করোনা প্রোটোকল অনুযায়ী, শনিবার সকল ফুটবলার ও স্টাফদের আরটিপিসিআর পরীক্ষা হয়। রবিবার সকালে, কান্সেলোর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

Euro 2020: করোনার কামড়ে ইউরো থেকে ছিটকে গেলেন জোয়াও কান্সেলো
Euro 2020: করোনার কামড়ে ইউরো থেকে ছিটকে গেলেন জোয়াও ক্যান্সেলো

Follow Us

ইউরোর মঞ্চেও করোনা হানা আটকে নেই। এ বার করোনা আক্রান্ত ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) তারকা ফুটবলার জোয়াও কান্সেলো (Joao Cancelo)। পর্তুগালের (Portugal) ২৬ সদস্যের দলে ছিলেন কান্সেলো। মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো অভিযান শুরু করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ২৭ বছরের কান্সেলো পর্তুগালের মূল ফুটবলারের একজন ছিলেন। কিন্তু এফ গ্রুপের এ বারের ইউরো অভিযান শুরু হওয়ায় আগেই বাধা তৈরি করে দিল করোনা। কান্সেলোর পরিবর্তে পর্তুগাল দলে যোগ দিয়েছেন এসি মিলানের দিয়োগো দালোত।

হাঙ্গেরির বিরুদ্ধে প্রথম ম্যাচের জন্য, পর্তুগাল দলের অন্যান্য সদস্যেদের সঙ্গে বুদাপেস্টে এসেছিলেন কান্সেলো। তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এলেও দলের অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “হাঙ্গেরির স্বাস্থ্য দফতরের তরফ থেকে দ্রুত জানানো হয়, কান্সেলোর করোনা পরীক্ষার ফল পজিটিভ। তাড়াতাড়ি তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। উয়েফার করোনা প্রোটোকল অনুযায়ী, শনিবার সকল ফুটবলার ও স্টাফদের আরটিপিসিআর পরীক্ষা হয়। রবিবার সকালে, কান্সেলোর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।”

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, জোয়াও কান্সেলোর পরিবর্তে দলে যোগ দিয়েছেন এসি মিলানের দিয়োগো দালোত। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “অনুর্ধ্ব-২১ দলের দিয়োগো দালোত পর্তুগালের জাতীয় দলের সদস্যদের সঙ্গে যোগ দেবেন বুদাপেস্টে তাঁর ইউরো অভিষেকের জন্য। আরটিপিআর টেস্টে ধরা পড়া করোনা আক্রান্ত জোয়াও কান্সেলো পরিবর্ত হিসেবে এসি মিলানের ফুটবলার দালোত পর্তুগাল দলে যোগ দিলেন।”

আরও পড়ুন: Euro 2020: স্থিতিশীল এরিকসেন, তবে প্রশ্নের মুখে তাঁর ফুটবল কেরিয়ার

Next Article