Manu Bhaker: টোকিওর কষ্টে প্রলেপ প্যারিসে, রবি-বিকেলে মনু ভাকেরের পদকে জয়জয়কার

Jul 28, 2024 | 5:47 PM

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে শনিবার শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেই ইতিহাস গড়েছিলেন মনু। এ বার ব্রোঞ্জ পেয়ে তিনি ইতিহাসের পাতায় নাম তুললেন।

Manu Bhaker: টোকিওর কষ্টে প্রলেপ প্যারিসে, রবি-বিকেলে মনু ভাকেরের পদকে জয়জয়কার
Manu Bhaker: টোকিওর কষ্টে প্রলেপ প্যারিসে, রবি-বিকেলে মনুর পদকে জয়জয়কার
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) শুটিং থেকেই যে প্রথম পদক আসবে, তেমনটা ধরে নিয়েছিলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। রবিবার দুপুর থেকে সকলের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। কারণ মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে নেমেছিলেন হরিয়ানার মেয়ে মনু ভাকের (Manu Bhaker)। শনিবার প্যারিস অলিম্পিকে শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেই ইতিহাস গড়েছিলেন মনু। এ বার ব্রোঞ্জ পেয়ে তিনি ইতিহাসের পাতায় নাম তুললেন। টোকিও অলিম্পিকে মনুর পিস্তলে সমস্যা হয়েছিল। তিনি সে বার পদক পাননি। তাই বলতে হচ্ছে টোকিওর কষ্ট এ বার প্যারিসে ভুললেন মনু।

২২১.৭ পয়েন্ট অর্জন করে প্যারিস অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মনু ভাকের। প্যারিস গেমস থেকে ভারতকে প্রথম পদক দেওয়ার পর মনুর মুখেও শোনা গিয়েছে, টোকিওতে না পাওয়ার হতাশার কথা। তিনি বলেন, ‘টোকিওর পর আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়াতে আমার অনেক সময় লেগেছিল।’

রবি-বিকেলে মনু ভাকেরের পদকের জন্য চলছে দেশে জয়জয়কার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলা শুটারকে ব্রোঞ্জ প্রাপ্তির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। X এ তিনি লেখেন, ‘একটা ঐতিহাসিক পদক। মনু ভাকের অসাধারণ খেলেছ। ভারতকে প্রথম পদক এনে দিলে। ব্রোঞ্জ পাওয়ার জন্য শুভেচ্ছা। এই সাফল্য আরও বিশেষ। কারণ তুমি অলিম্পিকে শুটিং থেকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে পদক পেলে।’

বেজিং অলিম্পিকে শুটিং থেকে ভারতকে প্রথম সোনা এনে দেওয়া শুটার অভিনব বিন্দ্রাও শুভেচ্ছা জানিয়েছেন মনু ভাকেরকে। X এ তিনি লেখেন, ‘প্যারিস অলিম্পিকে পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ায় মনু ভাকেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমার কঠোর পরিশ্রম এবং আবেগ সত্যিই কাজে লেগেছে। তোমার দক্ষতা এবং সংকল্পের সাক্ষী হতে পেরে অবিশ্বাস্য লাগছে। প্রতিটি শটে তুমি ভারতকে গর্বিত করলে। এই অর্জন তোমার অধ্যবসায় প্রমাণ করল। এগিয়ে যাও মনু!’

ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ গৌতম গম্ভীর রবি-বিকেলে X এ মনু ভাকেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘ভারতকে প্রথম পদক এনে দিল মনু ভাকের। তোমাকে শুভেচ্ছা জানাই। ভারতকে তুমি গর্বিত করলে।’

Next Article