এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা হাতছাড়া মেরির

May 30, 2021 | 10:25 PM

ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম (Mary Kom) এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের (Asian Boxing Championship) ফাইনালে সোনা পেলেন না।

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা হাতছাড়া মেরির
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা হাতছাড়া মেরির

Follow Us

দুবাই: ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম (Mary Kom) এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের (Asian Boxing Championship) ফাইনালে সোনা পেলেন না। রুপো পেয়েই খেলা শেষ করলেন মেরি। দুবাইতে (Dubai) রবিবার মহিলাদের ৫১ কেজি বিভাগের ফাইনালে কাজাখাস্তানের নাজিম কাজাইবের (Nazym Kyzaibay) মুখোমুখি হয়েছিলেন মেরি কম।

তিন রাউন্ডের পর বাউট শেষে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন কাজাইবের কাছে হেরে গেলেন মেরি। খেলার ফল ছিল ২৯-২৮, ২৮-২৯, ৩০-২৭, ২৯-২৮, ২৮-২৯। তাঁর থেকে ১১ বছরের ছোট কাজাইবের কাছে পারলেন না মেরি।

এই নিয়ে ৭ বার এই টুর্নামেন্টে খেললেন মনিপুরের বক্সিং তারকা মেরি কম। তাঁর ঝুলিতে রয়েছে ৫টি সোনা ও ২টি রুপো। আসন্ন অলিম্পিকেই শেষ বারের মত নামবেন মেরি। তার আগে এশিয়ান বক্সিং টুর্নামেন্টে সোনা জিতলে একটু বেশি আত্মবিশ্বাস নিয়ে টোকিওতে নামতে পারতেন মেরি।

আরও পড়ুন: ইনভেস্টরকে চিঠি পাঠাল ক্লাব

Next Article