দুবাই: ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম (Mary Kom) এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের (Asian Boxing Championship) ফাইনালে সোনা পেলেন না। রুপো পেয়েই খেলা শেষ করলেন মেরি। দুবাইতে (Dubai) রবিবার মহিলাদের ৫১ কেজি বিভাগের ফাইনালে কাজাখাস্তানের নাজিম কাজাইবের (Nazym Kyzaibay) মুখোমুখি হয়েছিলেন মেরি কম।
??? ? ?????? ???@MangteC wins her 7️⃣th Asian C'ships medal. She was put behind in a close contest by ?? Nazym K 3️⃣-2️⃣ at the Finals of 2021 ASBC Asian Elite Boxing Championships ?#PunchMeinHaiDum#AsianEliteBoxingChampionships#boxing pic.twitter.com/gWiXiFwfdH
— Boxing Federation (@BFI_official) May 30, 2021
তিন রাউন্ডের পর বাউট শেষে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন কাজাইবের কাছে হেরে গেলেন মেরি। খেলার ফল ছিল ২৯-২৮, ২৮-২৯, ৩০-২৭, ২৯-২৮, ২৮-২৯। তাঁর থেকে ১১ বছরের ছোট কাজাইবের কাছে পারলেন না মেরি।
এই নিয়ে ৭ বার এই টুর্নামেন্টে খেললেন মনিপুরের বক্সিং তারকা মেরি কম। তাঁর ঝুলিতে রয়েছে ৫টি সোনা ও ২টি রুপো। আসন্ন অলিম্পিকেই শেষ বারের মত নামবেন মেরি। তার আগে এশিয়ান বক্সিং টুর্নামেন্টে সোনা জিতলে একটু বেশি আত্মবিশ্বাস নিয়ে টোকিওতে নামতে পারতেন মেরি।
আরও পড়ুন: ইনভেস্টরকে চিঠি পাঠাল ক্লাব