ইনভেস্টরকে চিঠি পাঠাল ক্লাব

আইনী পরামর্শ নেওয়ার পর ইনভেস্টরকে আজ পাল্টা চিঠি পাঠাল ক্লাব। সামনাসামনি আলোচনায় বসতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

ইনভেস্টরকে চিঠি পাঠাল ক্লাব
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: May 30, 2021 | 9:52 PM

কলকাতা: লগ্নিকারী সংস্থাকে চিঠি পাঠাল ক্লাব। টার্মশিট আর প্রধান চুক্তিপত্রে কোথায় অসঙ্গতি আছে তা জানতে চেয়ে ক্লাবকে আগেই চিঠি পাঠিয়েছিল ইনভেস্টর। ক্লাবের দেওয়া উত্তরে অসন্তুষ্ট হয়েছিল লগ্নিকারী সংস্থা। ইনভেস্টরের পক্ষ থেকে এরপর স্পষ্ট জানান হয়, চুক্তিপত্রে সই না করলে তাদের পক্ষে আর এগোন সম্ভব নয়।

আইনী পরামর্শ নেওয়ার পর ইনভেস্টরকে আজ পাল্টা চিঠি পাঠাল ক্লাব। সামনাসামনি আলোচনায় বসতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। টার্মশিট আর মূল চুক্তিপত্রের মধ্যে কোথায় অসঙ্গতি রয়েছে তা আলোচনার টেবিলে বসে মীমাংসা করতে চাইছে ক্লাব। এরই সঙ্গে বিশেষ কিছু পয়েন্ট চিঠিতে উল্লেখ করেছে ইস্টবেঙ্গল। হাতে সময় কম, তার ওপর কোভিড পরিস্থিতি। তাই আলোচনার টেবিলে বসার রাস্তায় হাঁটতে চাইছে না ইনভেস্টর।

শ্রী সিমেন্টের (Shree Cement) ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুর (Hari Mohan Bangur) বলেন, ‘ক্লাবের তরফ থেকে চিঠি পেয়েছি। তবে পড়িনি। আগামীকাল পড়ব। ক্লাব কি চিঠি দিয়েছে, সেটা পড়ার পরই সিদ্ধান্ত নেব।’ সময় পেরিয়ে যাচ্ছে। আগামীকালই ফুটবলারদের সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের চুক্তি শেষ হচ্ছে। ক্লাব-ইনভেস্টর জটিলতা এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।

আরও পড়ুন: সুন্দরবনের জুনিয়র ফুটবলারদের জন্য আইএফএর উদ্যোগ