Delhi Election 2025: প্রচারের ব্যস্ততায় হল দেরি! জমা দিতে পারলেন না মনোনয়ন, এবার কী হবে অতিশির?

Delhi Election 2025: সোমবার কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অতিশি। তার আগে পরিকল্পনা মোতাবেক গিয়েছিলেন রোড শো করতে। সেখান থেকেই মনোনয়ন জমা দিতে যাওয়ার কথা ছিল জেলাশাসকের অফিসে।

Delhi Election 2025: প্রচারের ব্যস্ততায় হল দেরি! জমা দিতে পারলেন না মনোনয়ন, এবার কী হবে অতিশির?
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 13, 2025 | 8:10 PM

নয়াদিল্লি: ব্যস্ত ছিলেন ভোট প্রচার। খেয়াল করেননি পেরিয়ে যাচ্ছে সময়। ঘড়ির কাঁটার মার! সময়ের দাম না দেওয়ায় ফল ভুগতে হল খোদ মুখ্যমন্ত্রীকে। দেরি হয়ে যাওয়া মনোনয়নই জমা দিতে পারলেন কালকাজি বিধানসভা কেন্দ্রের আপ প্রার্থী তথা দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা।

সোমবার কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অতিশি। তার আগে পরিকল্পনা মোতাবেক গিয়েছিলেন রোড শো করতে। সেখান থেকেই মনোনয়ন জমা দিতে যাওয়ার কথা ছিল জেলাশাসকের অফিসে। কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। জেলাশাসকের দফতরে পৌঁছনোর আগেই পেরিয়ে গেল নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা। ফলত আর জমা দেওয়া হল না মনোনয়ন।

জানা যায়, রোড শো-য়ের আগে গিরিনগর গুরুদ্বারে গিয়েছিলেন অতিশি। সেখানে বেশ কিছুক্ষণ চালান প্রচারকাজ। তারপর চলে যান সরাসরি কালকাজি মন্দিরে। এরপর কর্মসূচি মোতাবেক সেখান থেকে জেলাশাসকের দফতর পর্যন্ত ছিল রোড শো। তারপর মনোনয়ন জমা। কিন্তু সময়সীমা পার হয়ে যাওয়া তা আপাতত বিশ বাঁও জলে।

আর কি নির্বাচনে লড়তে পারবেন না অতিশি?

না ঠিক তেমনটা নয়। মনোনয়ন জমাও দিতে পারবেন ও নির্বাচনে নির্দ্বিধায় লড়তেও পারবেন অতিশি। আপ তরফে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ ১৪ই জানুয়ারি মনোনয়ন জমা দেবেন অতিশি। আগামী ৫ই ফেব্রুয়ারি দিল্লিতে এক দফার ভোটযুদ্ধ। ফল বেরবে ৮ই ফেব্রুয়ারি। মনোনয়ন পর্ব শুরু হয়েছে গত ১০ জানুয়ারি থেকে আপাতত চলবে ১৭ তারিখ পর্যন্ত। কালকাজি কেন্দ্র থেকে অতিশির প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়েছে বিজেপির সাংসদ রমেশ বিধুড়ী ও কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছেন অলকা লাম্বা।