Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ! জারি হল সুনামি সতর্কতা
Earthquake: রাত সোয়া ৯টা নাগাদ কেঁপে উঠল সেদেশের মাটি। ইতিমধ্যে গোটা দেশজুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা।
টোকিও: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। এদিন ভারতের সময় অনুযায়ী বিকাল ৫.৪৫ ও জাপানের সময় অনুযায়ী রাত সোয়া ৯টা নাগাদ কেঁপে উঠল সেদেশের মাটি। ইতিমধ্যে গোটা দেশজুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা।
ভূমিকম্পের কেন্দ্র জাপানের মিয়াজাকি এলাকা। সেখানেই সুনামি সতর্কতা জারি করল প্রশাসন। এদিন মোট ৬.৯ মাত্রা কেঁপে উঠল জাপান। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি বলেই খবর। তবে ভূমিকম্পের মাত্রা প্রচণ্ড হওয়ায় দেশের একাধিক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বলেই খবর।
প্রশাসন সূত্রে খবর, এখনও অবধি কোথাও সুনামির কোন রেশ পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের মাত্রা অতিরিক্ত হওয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন ফুটেরও বেশি উচ্চতা অবধি উঠে গিয়েছিল ঢেউ। যা সুনানি প্রবণ এলাকাগুলির ক্ষেত্রে ভয়ের বলেই মনে করা হয়। ইতিমধ্যে গোটা দেশজুড়ে, বিশেষ করে জাপানে দক্ষিণ-পশ্চিম সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ভূমিকম্পের তীব্র বেগে কেঁপে ওঠে কলকাতা-সহ ভারতের বেশ কিছু রাজ্য। সকাল ৬টা নাগাদ আচমকা নাড়া অনুভব করে রাজ্যবাসী। তিব্বত হয়ে ওঠে এপিসেন্টার। এক ধাক্কায় নাড়িয়ে দেয় চিন, বাংলাদেশ ও ভুটানকেও। কম্পনের প্রথম ধাপেই মৃত্যু হয় ৩২ জনের। আহত হয় ৩৮ জন। মূল কম্পনের পর মোট ৫টি আফটারশক হয়, বলেই জানা গিয়েছিল প্রশাসন সূত্রে।