স্টেজে উঠেই তুমুল নাচ অরিজিতের, গায়ককে এই রূপে আগে দেখেছেন কখনও?

Arijit Singh: তাঁকে দেখে সবার মন ফার্স্ট ক্লাস হয়ে যায়। তাই তো তাঁর কনসার্ট মানেই তিল ধারনের জায়গা হয় না। গায়কের কনসার্টের একটা টিকিট পাওয়ার অপেক্ষায় থাকেন সবাই। কথা হচ্ছে সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিংয়ের। সম্প্রতি ছড়িয়ে পড়েছে গায়কের একটি ভিডিয়ো।

স্টেজে উঠেই তুমুল নাচ অরিজিতের, গায়ককে এই রূপে আগে দেখেছেন কখনও?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2025 | 7:12 PM

তাঁকে দেখে সবার মন ফার্স্ট ক্লাস হয়ে যায়। তাই তো তাঁর কনসার্ট মানেই তিল ধারনের জায়গা হয় না। গায়কের কনসার্টের একটা টিকিট পাওয়ার অপেক্ষায় থাকেন সবাই। কথা হচ্ছে সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিংয়ের। সম্প্রতি ছড়িয়ে পড়েছে গায়কের একটি ভিডিয়ো। নতুন বছরে অরিজিতের প্রথম কনসার্ট ছিল আহমেদাবাদে। মাথায় ছিল সবুজ রঙের পাগড়ি। সাদা রঙের জ্যাকেট আর ব্লু রঙের জিন্স। তবে নতুন বছরে যেন এক নতুন অরিজিত প্রকাশ্য়ে এলেন। স্টেজে উঠে শুধু গান নয় তাঁর নাচে ভক্ত শ্রোতারা। এত দিন তাঁর গানে মুগ্ধ ছিলেন সবাই। তবে ইদানীং অরিজিতের নাচের স্টেপও মুগ্ধ করছে দর্শককে। তাই তো আবারও ভাইরাল অরিজিতের নাচ।

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ‘মেরে হোঁঠো দুয়া ধারা নিকলতি হ্যায় য্যায়সি’গানটি গাইতে গাইতে চুটিয়ে নাচচ্ছেন অরিজিত্‍। তাঁকে এই অবতারে দেখে আরও উত্তেজিত অনুরাগীরা। চলতি বছরে এমন যে আরও অনেক পারফরম্যান্স দেখা যেতে পারে তার কিছুটা আন্দাজ করা যায়। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় কনসার্ট রয়েছে গায়কের। ২৫ জানুয়ারি গায়কের যাওয়ার কথা রয়েছে জয়পুরে। চণ্ডিগড় ও কটকে শো রয়েছে ১৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ। এছাড়া দিল্লি ও মুম্বইতেও কনসার্ট রয়েছে গায়কের আগামী কয়েকমাসে। ২ ফেব্রুয়ারি রাজধানীতে ও ২৩ মার্চ পারফর্ম করবেন মুম্বইয়ে।