Share Market Today: একদিনে উধাও ১৩ লক্ষ কোটি! সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা খেলেন বিনিয়োগকারীরা

Share Market Today: সোমবার মার্কেট খুলতেই কয়েক ধাপ পড়ে যায় সেনসেক্স। একই পথে এগিয়ে চলে নিফটি ৫০ও। গত এক সপ্তাহ ধরে ক্রমাগত নিম্নমুখী শেয়ার মার্কেট। এদিন বাজারের দুয়ার বন্ধ হওয়া পর্যন্ত মোট ১ হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্স ও ২০৮ পয়েন্ট পতন হয়ে ২৩ হাজারে এসে থামে নিফটি ৫০।

Share Market Today: একদিনে উধাও ১৩ লক্ষ কোটি! সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা খেলেন বিনিয়োগকারীরা
প্রতীকী ছবিImage Credit source: Yuichiro Chino/Moment/Getty Images
Follow Us:
| Updated on: Jan 13, 2025 | 7:36 PM

কলকাতা: শেয়ার বাজারে এখন ভয়ের আবহ। অব্যাহত রইল ট্রেন্ড। সপ্তাহের শুরুতেই ধসে গেল মার্কেট। ১৩ লক্ষ কোটি টাকা ক্ষতি হল বিনিয়োগকারীদের, এমনটাই দাবি বিশেষজ্ঞদের।

সোমবার মার্কেট খুলতেই কয়েক ধাপ পড়ে যায় সেনসেক্স। একই পথে এগিয়ে চলে নিফটি ৫০ও। গত এক সপ্তাহ ধরে ক্রমাগত নিম্নমুখী শেয়ার মার্কেট। এদিন বাজারের দুয়ার বন্ধ হওয়া পর্যন্ত মোট ১ হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্স ও ২০৮ পয়েন্ট পতন হয়ে ২৩ হাজারে এসে থামে নিফটি ৫০।

কিন্তু নতুন বছরের শুরুতেই হঠাৎ কেন ঝিমিয়ে পড়ল শেয়ার বাজার? নেপথ্য বিশ্বজুড়ে চলা একাধিক ঘটনাকেই দায়ী করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। মেহতা ইক্যুইটিজের সিনিয়র রিসার্চার প্রশান্ত তপসের দাবি, রাশিয়ার তেল রফতানিতে নিষেধাজ্ঞা চাপিয়ে আমেরিকা। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে ভারতেও। কারণ, একাধিক রুশ সংস্থার কাছ থেকে অশোধিত তেল এনে পরিশুদ্ধ করে আমেরিকা ও ইউরোপের মতো দেশগুলিতে রফতানি করে থাকে ভারত। ফলত, মার্কিন নিষেধাজ্ঞায় যে এই দেশেও প্রভাব পড়বে এই নিয়েও কোনও সন্দেহ নেই। আর আপাতত সেই বিপদটাই প্রথম প্রকোপ ফেলল ভারতের শেয়ার বাজারেও।

এছাড়াও, ডলারের সামনে রুপির ক্রমাগত পতনকে শেয়ার বাজারের এমন পতনের নেপথ্যে কারণ হিসাবে মনে করছেন তিনি। তাঁর কথায়, ‘রুপির টানা পতনের প্রভাব পড়ছে মার্কেটে। আপাতত রুপির পতনের সঙ্গেই সামঞ্জস্য রেখে দর সংশোধন করছে একাধিক শেয়ার।’

কবে পুরনো রূপে ফিরবে ভারতের শেয়ার বাজার?

আপাতত শিরে সংক্রান্তি শেয়ার বাজারের। বিশ্বেজুড়ে চলতি অনিশ্চয়তা প্রভাব ফেলেছে স্টক মার্কেটে। চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের। এই পরিস্থিতি আগের রূপে ঠিক কবে ফিরবে শেয়ার বাজার তা বোঝা বেশ কঠিন বললেই চলে। তবে বিশেষজ্ঞদের অনুমান, আগামী মার্চ অবধি এই রকম টানাপোড়েন চলবে শেয়ার বাজারে। এপ্রিল মাস থেকে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে বলেই দাবি একাংশের।