COPA AMERICA2021: কলম্বিয়ার পর এবার মেসির দেশও গররাজি, কোপা কি হবে?

আগামী সপ্তাহের মধ্যে নতুন আয়োজকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কনমেবল। তাই এখনই কোপা আমেরিকা স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।

COPA AMERICA2021: কলম্বিয়ার পর এবার মেসির দেশও গররাজি, কোপা কি হবে?
কোপা আমেরিকা টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2021 | 12:11 PM

কলকাতা: কলম্বিয়ার পর এবার কোপা আমেরিকা আয়োজনে গররাজি আর্জেন্তিনাও। কোপা আমেরিকা নিয়ে সংশয়। ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা বিশ্ব ফুটবলের ঐতিহ্যশালী এই টুর্নামেন্টের। তার আগে বড়সড় ধাক্কা খেল কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন জানিয়ে দিল কোপা আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে মেসির দেশ। কনমেবল জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে আর্জেন্টিনায় হবে না কোপা আমেরিকা।

জুনের ১৩ থেকে জুলাইয়ের ১০ পর্যন্ত কোপার আসর বসার কথা ছিল। দক্ষিণ আমেরিকার সেরা ১০ দলের প্রতিনিধিত্ব করার কথা বিশ্বফুটবলের অন্যতম সেরা এই টুর্নামেন্টে। মে মাসের ২০ তারিখ কোপা আয়োজন থেকে সরে দাঁড়ায় কলম্বিয়া। এবার সরে দাঁড়াল আর্জেন্টিনাও। মনে করা হচ্ছে মেসির দেশে করোনার প্রকোপ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে হল দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনকে।

আরও পড়ুন:এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা হাতছাড়া মেরির

আগামী সপ্তাহের মধ্যে নতুন আয়োজকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কনমেবল। তাই এখনই কোপা আমেরিকা স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। দক্ষিণ আমেরিকার ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ইতিমধ্যেই বেশ কয়েকটা দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে কনমেবল।