Bangladesh-Pakistan: ভালবাসা উপচে পড়ছে পাকিস্তানের, বাংলাদেশের কাছে এবার করল ‘বিশেষ’ আবদার
Bangladesh-Pakistan Relation: ভারতের পিঠে ছুরি মারতে সব সময়ই উদ্যত পাকিস্তান। আর এখন নতুন 'শত্রু' হয়ে উঠেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হতেই, বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে পাকিস্তান।
ঢাকা: “শত্রুর শত্রু আমার মিত্র”-এই ফর্মুলাতেই চলছে পাকিস্তান। প্রতিবেশী দেশ, কিন্তু ভারতের পিঠে ছুরি মারতে সব সময়ই উদ্যত পাকিস্তান। আর এখন নতুন ‘শত্রু’ হয়ে উঠেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হতেই, বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে পাকিস্তান। এখন দুই দেশের গলায় গলায় ভাব। বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে আগ্রহী পাকিস্তান। তার জন্যই বায়না সরাসরি ভিসা ও ফ্লাইটের।
জানা গিয়েছে, পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে গিয়েছে। সেখানেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পর তারা বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইটের দাবি করেছে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৈঠকের পর এ কথা জানান। পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফও বৈঠকে উপস্থিত ছিলেন।
পাকিস্তানের ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চান। কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় এবং ভিসার জটিলতার জন্য বাণিজ্যে সমস্যা হচ্ছে। এই জটিলতা কাটিয়ে, সরাসরি ফ্লাইটের আবেদন জানিয়েছেন।
জানা গিয়েছে, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আমন্ত্রণেই পাকিস্তানের ব্যবসায়ীরা এসেছিলেন। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য, সরাসরি বিমান, ভিসা ও ভবিষ্যত বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সঙ্গে মজবুত ও দীর্ঘমেয়াদী বাণিজ্যের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ।