Wimbledon-এর ফাইনালে ইতালির মাত্তেও বেরেত্তিনি
রবিবার উইম্বলডনের ফাইনালে বেরেত্তিনি কার মুখে নামবেন তা এখনও ঠিক হয়নি।
লন্ডন: ইউরোর ফাইনালে উঠেছে ইতালি। এবার ফুটবলের পাশাপাশি টেনিসেও ইতালি বিপ্লব। উইম্বলডনের (Wimbledon) ফাইনালে পৌঁছে গেলেন ইতালির মাত্তেও বেরেত্তিনি (Matteo Berrettini)। এই প্রথম বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ইতালিয়ান টেনিস তারকা বেরেত্তিনি। রবিবার একদিকে ওয়েম্বলিতে ইউরো ফাইনাল খেলতে নামবে ইতালি। তার থেকে ঠিক কিছু দূরেই উইম্বলডন ফাইনালেও ইতিহাস তৈরি করার জন্য নামবেন বেরেত্তিনি। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ২০টি গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেডেরারকে স্ট্রেট সেটে হারানো হুবার্ট হুরক্যাজকে (Hubert Hurkacz) হারিয়ে এদিন ইতিহাস গড়লেন বেরেত্তিনি। প্রথম ইতালিয়ান টেনিস প্লেয়ার হিসেবে উইম্বলডনের ফাইনাল খেলতে চলেছেন তিনি।
আজ, শুক্রবার সেন্টার কোর্টে সেমিফাইনাল ম্যাচে বেরেত্তিনি চার সেটের লড়াইয়ে হারালেন হুরক্যাজকে। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-০, ৬-৭ (৩-৭), ৬-৪। ম্যাচ টাই ব্রেকারে গড়ালেও শেষ হাসি ফোটে বেরেত্তিনির মুখে।
বিশ্বের নয় নম্বর টেনিস তারকা বেরেত্তিনি এবারের উইম্বলডনের ফাইনালে উঠে উচ্ছ্বসিত। ম্যাচের শেষে তিনি বলেন, “সত্যি বলতে কী আমি কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। একটা দারুণ ম্যাচ খেললাম। আমি ভীষণ খুশি। গর্বিত বোধ করছি। দর্শকদের উচ্ছ্বাস উপভোগ করলাম। আমরা পরিবার এখানে উপস্থিত। সবাই খুব খুশি। আমি কখনও মনে করিনি এই জায়গায় আমি পৌঁছতে পারব। তবে সত্যি এখানে পৌঁছতে পেরে খুব আনন্দ হচ্ছে।”
"I never dreamed about this because it was too much"
You're a #Wimbledon finalist, @MattBerrettini – soak it up ? pic.twitter.com/SQ9kad2WDN
— Wimbledon (@Wimbledon) July 9, 2021
রবিবার উইম্বলডনের ফাইনালে বেরেত্তিনি কার মুখে নামবেন তা এখনও ঠিক হয়নি। নোভাক জোকোভিচ ও ডেনিস শাপোভালভের মধ্যে যে কোনও একজনের বিরুদ্ধে কেরিয়ারে প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলতে নামবেন বেরেত্তিনি। সুপার সানডে-তে টেনিস-ফুটবলে ইতালি কী করবে বাজিমাত? ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে সেদিকেই।
আরও পড়ুন: Wimbledon-এর সেমিফাইনালে জোকার