Wimbledon-এর সেমিফাইনালে জোকার

সেন্টার কোর্টে এদিন জকোভিচ কার্যত উড়িয়ে দিলেন হাঙ্গেরির মার্টনকে।

Wimbledon-এর সেমিফাইনালে জোকার
Wimbledon-এর সেমিফাইনালে জোকার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 10:24 PM

লন্ডন: বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে (Novak Djokovic) থামানো যাচ্ছে না। উইম্বলডনের (Wimbledon) কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির মার্টন ফুকসোভিক্সকে (Marton Fucsovics) স্ট্রেট সেটে হারিয়ে জোকার পৌঁছে গেলেন উইম্বলডনের সেমিফাইনালে (semi final)। এই নিয়ে দশম বার উইম্বলডনের সেমিফাইনালো পৌঁছলেন নোভাক জকোভিচ। সেন্টার কোর্টে এদিন জকোভিচ কার্যত উড়িয়ে দিলেন হাঙ্গেরির মার্টনকে।

ম্যাচের ফল ৬-৩, ৬-৪, ৬-৪। সেন্টার কোর্টে এদিন সার্বিয়ান টেনিস তারকার পারফরম্যান্স ছিল দেখার মতো। প্রথম সেটে হাঙ্গেরিয়ান প্রতিপক্ষ ফুকসোভিক্সকে দাঁড়াতেই দেননি জকোভিচ। দ্বিতীয় সেটে চেষ্টা করলেও ঘুড়ে দাঁড়াতে ব্যর্থ হন ফুকসোভিক্স। তৃতীয় সেটও জিতে নিয়ে উইম্বলডনের সেমিফাইনালের টিকিট পাকা করলেন জোকার।

৩৪ বছর বয়সী জকোভিচের এদিন ঘাসের কোর্টে ১০০তম জয় পূর্ণ হল। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল জয়ের পাশাপাশি কেরিয়ারের ৪১তম গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে পৌঁছেলেন জোকার। সেমিফাইনালে পৌঁছে উচ্ছ্বসিত জকোভিচ। ম্যাচের শেষে তিনি বলেন, “এটা একটা দুর্দান্ত পারফরম্যান্স ছিল, আমি অত্যন্ত ভালোভাবে শুরু করেছিলাম এবং প্রথম পাঁচটি গেমে সেরকম কিছু ভুল করিনি।”

জোকারের কথায়, “দ্বিতীয় এবং তৃতীয় সেটে একটা ব্রেক সার্ভিসই জয় অর্জনের জন্য যথেষ্ট ছিল। কিন্তু মার্টন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য একটা দুর্দান্ত টুর্নামেন্ট হল।” তিনি আরও বলেন, “আমি নির্দিষ্ট পরিসংখ্যান সম্পর্কে সচেতন। আমার চার বছর বয়স থেকে আমি এই খেলাটাকে আমার সমস্ত হৃদয়, শরীর এবং প্রাণ দিয়ে ভালোবাসি। ইতিহাসের দিকে যাওয়া আমার কাছে এক বিশাল অনুপ্রেরণা। চলুন এটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাক।”

আরও পড়ুন: Devdutt Padikkal’s Birthday: ধোনিকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের কেক কাটলেন দেবদত্ত