আশঙ্কাই সত্যি হল। তবে তা আংশিক। কয়েকদিন আগেই ফরাসি ওপেন টুর্নমেন্টে যোগ দিয়েও সরে দাঁড়িয়েছিলেন বিশ্বের দু’নম্বর টেনিস তারকা নাওমি ওসাকা (Naomi Osaka)। তখন থেকেই উইম্বলডন (Wimbledon) ও অলিম্পিকে (Olympics) তাঁর উপস্থিতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। এ বার আসন্ন উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন ওসাকা। তবে টোকিও গেমসে (Tokyo Games) নামবেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জাপানি টেনিস (Tennis) তারকা।
ওসাকার প্রতিনিধি স্টুয়ার্ট দুগুইদ এক বিবৃতিতে বলেছেন, “চলতি বছরের উইম্বলডনে খেলবেন না ওসাকা। তিনি নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চান। তবে তিনি নিজের দেশে ভক্তদের সামনে অলিম্পিক খেলার জন্য প্রস্তুত।”
উইম্বলডনের তরফে টুইটারে লেখা হয়, “আপনি তোমাকে খুব মিস করব, অলিম্পিকের জন্য ও বাড়িতে থাকার জন্য শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করছি পরের বছর তোমাকে আমরা এই টুর্নামেন্টে আবার ফিরে পাব।”
You'll be greatly missed, @naomiosaka – wishing you all the best at home and the Olympics and hope to welcome you back next year pic.twitter.com/avQzhFDm8U
— Wimbledon (@Wimbledon) June 17, 2021
বৃহস্পতিবার উইম্বলডন ও অলিম্পিক দুই ইভেন্ট থেকেই সরে দাঁড়িয়েছেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। তাঁর এই সিদ্ধান্তে গোটা বিশ্ব হতবাক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ, শুক্রবার উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে দিলেন ওসাকা।